For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রস্রাবে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ? কোনও কঠিন অসুখে ভুগছেন না তো?

|

প্রস্রাবে দুর্গন্ধ কিন্তু খুব সাধারণ সমস্যা নয়। আমরা এই বিষয়টি নিয়ে সতর্ক হওয়া তো দূর, বেশির সময়ই এড়িয়ে চলি। অনেকেই ভেবে নেন যে, জল কম খাওয়ার কারণে এমনটা হচ্ছে! কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, দুর্গন্ধযুক্ত প্রস্রাবের একমাত্র কারণ কেবল জল কম খাওয়া হতে পারে না, এটি বেশ কিছু শারীরিক সমস্যার দিকেও ইঙ্গিত করে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে।

Possible Health Reasons Why You Have Foul Smelling Urine

চলুন জেনে নেওয়া যাক, ঠিক কোন কোন শারীরিক সমস্যার কারণে প্রস্রাবে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ হতে পারে-

ইউটিআই (UTI)

ইউটিআই (UTI)

ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ হয় মূলত বিভিন্ন ব্যাক্টেরিয়ার কারণে। প্রস্রাবে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ হতে পারে এই ব্যাকটেরিয়াগুলির উপস্থিতি। তাই প্রস্রাব থেকে দুর্গন্ধ বেরোলে সতর্ক হোন। তবে শুধু মূত্রের দুর্গন্ধই নয়, ইউটিআই-এর আরও অনেক উপসর্গ আছে, যেমন - প্রস্রাব করার সময় জ্বালা, প্রস্রাব করতে সমস্যা, ঘন ঘন প্রস্রাব, ইত্যাদি।

পর্যাপ্ত জল পান না করা

পর্যাপ্ত জল পান না করা

জল এবং শরীরে অন্যান্য বর্জ্য পদার্থের মিশ্রণই প্রস্রাব আকারে শরীর থেকে বেরোয়। কিন্তু শরীরে জলের অভাব হলে, অন্যান্য বর্জ্য পদার্থগুলি প্রস্রাবের মিশ্রণে প্রভাব বিস্তার করে। অর্থাৎ জল পান কম করলে ইউরিনে থাকা খারাপ পদার্থ বেশি পরিমাণে বেরোতে শুরু করে। যার ফলে প্রস্রাবে দুর্গন্ধ বেরোয়।

ডায়াবেটিস

ডায়াবেটিস

ডায়াবেটিস শরীরে বাসা বাঁধলেও প্রস্রাবে দুর্গন্ধের সমস্যা দেখা দিতে পারে। কারণ, ডায়াবেটিকরা অন্যদের মতো চিনি হজম করতে পারে না। যে কারণে তাদের প্রস্রাবে মিষ্টি বা ফলের মতো গন্ধ হতে পারে। সেই সঙ্গে ডায়াবেটিস হলে ঘন ঘন মূত্রত্যাগের প্রবণতাও থাকে।

এসটিআই (STI)

এসটিআই (STI)

প্রস্রাবে দুর্গন্ধ হওয়ার আরও একটি কারণ হল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন (STI)। প্রস্রাব এবং মূত্রাশয়ে খারাপ প্রভাব ফেলতে পারে এই সংক্রমণ। এসটিআই এর কারণে মূত্রনালিতে প্রদাহ সৃষ্টি হয় এবং দুর্গন্ধযুক্ত প্রস্রাবের কারণ হতে পারে।

কিছু খাবার

কিছু খাবার

অ্যাসপারগাস, ব্রাসেলস স্প্রাউটস, পেঁয়াজ, রসুন, স্যালমন, অ্যালকোহল এবং মশলাজাতীয় খাদ্য শরীর ঠিকমতো হজম করতে পারে না। ফলে ইউরিন থেকে সেই পদার্থ বেরিয়ে যায়। তাই দুর্গন্ধ বেরোয়। তবে সকলেরই যে এমনটা হবে, তা কিন্তু নয়।

ইস্ট ইনফেকশন

ইস্ট ইনফেকশন

যোনি-সহ শরীরের বিভিন্ন অংশে ইস্ট থাকেই। তবে তা বেড়ে গেলে তৈরি করতে পারে ইনফেকশন। তখনই আমাদের শরীরে নানা জটিলতা দেখা দেয়। ভ্যাজাইনা বা যোনিতে ইস্ট বেড়ে যায় অনেক সময়। দুর্গন্ধযুক্ত প্রস্রাব ইস্ট সংক্রমণের দিকে নির্দেশ করে। সংক্রমণের সাথে অন্যান্য উপসর্গও থাকে, যেমন - লালচেভাব, ফোলাভাব এবং ঘন সাদা স্রাব। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হতে দেখা যায়।

কিডনি স্টোন

কিডনি স্টোন

কিডনিতে পাথর জমলেও প্রস্রাবে দুর্গন্ধের সমস্যা হতে পারে। শরীরে নুন এবং অন্যান্য খনিজ পদার্থ জমা হয়ে পাথর তৈরি হয়। এই জমে থাকা উপাদান দুর্গন্ধের অন্যতম কারণ হতে পারে।

English summary

Possible Health Reasons Why You Have Foul Smelling Urine in Bengali

Here are some of the possible reasons why your urine might smell. Read on.
Story first published: Wednesday, February 1, 2023, 17:49 [IST]
X
Desktop Bottom Promotion