For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের হাজারো সমস্যা দূর হবে নিমেষেই, ব্যবহার করুন মুলতানি মাটির ফেস প্যাক!

|

ঝকঝকে মসৃণ ত্বক কে না চায়! কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না, তার জন্য ত্বকের সঠিক যত্ন নেওয়া খুবই প্রয়োজন। বাজার থেকে কেনা প্রোডাক্টগুলো হাতের নাগালে পাওয়া গেলেও অনেক সময় তা স্কিনের ক্ষতি করে। তবে ত্বকের পরিচর্যায় ঘরোয়া উপাদান ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা প্রায় থাকে না বলেই মত বিশেষজ্ঞদের।

Multani Mitti Face Packs For Your Skin Problems

ত্বকের নানা সমস্যা দূর করতে আপনি চাইলে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি মুলতানি মাটির বিভিন্ন ফেস প্যাক ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্যতা ফেরাতে দারুণ কার্যকর। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের কোন সমস্যায় মুলতানি মাটির কোন ফেস প্যাক ব্যবহার করবেন -

তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের জন্য

ছোটো কাপের এক কাপ মুলতানি মাটির পাউডার এবং ২ টেবিল চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখে সমানভাবে প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। পুরোপুরি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে এবং ত্বক মসৃণ হয়ে উঠবে।

মসৃণ ও কোমল ত্বক পেতে

মসৃণ ও কোমল ত্বক পেতে

এক টেবিল চামচ আমন্ড গুঁড়ো, এক টেবিল চামচ দুধ এবং ছোটো কাপের এক কাপ মুলতানি মাটির পাউডার একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। ভাল ভাবে শুকিয়ে গেলে জলে ধুয়ে ফেলুন। মসৃণ ও কোমল ত্বক পেতে সপ্তাহে দুইবার এই প্যাকটি ব্যবহার করুন।

ত্বকের দাগছোপ দূর করতে

ত্বকের দাগছোপ দূর করতে

২ টেবিল চামচ টমেটোর রস, ২ টেবিল চামচ মুলতানি মাটির পাউডার, এক চা চামচ চন্দন পাউডার এবং ১ চা চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। ত্বকের দাগছোপ দূর করে উজ্জ্বল ত্বক পেতে চাইলে এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করুন।

ব্রণ নিরাময়ে ব্যবহার করুন মুলতানি মাটির ফেস প্যাক, দেখে নিন কী করবেনব্রণ নিরাময়ে ব্যবহার করুন মুলতানি মাটির ফেস প্যাক, দেখে নিন কী করবেন

সান ট্যান দূর করতে

সান ট্যান দূর করতে

এক টেবিল চামচ মুলতানি মাটির পাউডার, এক টেবিল চামচ ডাবের জল এবং এক চা চামচ চিনি একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই প্যাক লাগালেই ফল পাবেন!

ব্রণের দাগ দূর করতে

ব্রণের দাগ দূর করতে

২ টেবিল চামচ মুলতানি মাটির পাউডার, এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখ ভাল করে ধুয়ে এই ফেস প্যাকটি লাগান। পুরোপুরি শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে ত্বকের তেল নিঃসরণ নিয়ন্ত্রণে থাকবে, ফলে ব্রণ থেকেও মুক্তি মিলবে।

English summary

Multani Mitti Face Packs For Your Skin Problems In Bengali

Here are 5 DIY Multani mitti face packs for your skin problems. Read on.
Story first published: Monday, September 5, 2022, 17:54 [IST]
X
Desktop Bottom Promotion