For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Navratri 2021 : নবরাত্রির তৃতীয় দিনে করুন মা চন্দ্রঘণ্টার আরাধনা, জেনে নিন পূজা বিধি ও মন্ত্র!

|

এবার নবরাত্রিতে চতুর্থী তিথির ক্ষয়ের কারণে শারদীয়া নবরাত্রি হবে আট দিনের। নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার পূজা করার বিধি রয়েছে। মায়ের কপালে ঘণ্টার আকারে অর্ধচন্দ্র শোভা পায়, এজন্যই তাঁকে চন্দ্রঘণ্টা বলা হয়। দেবীর এই রূপ সাহস ও বীরত্বের প্রতীক। এটাই মা পার্বতীর উগ্র রূপ। মা চন্দ্রঘণ্টা সিংহের ওপর থাকেন, তাঁর শরীর সোনার মতো চকচকে এবং তাঁর ১০টি হাত রয়েছে। পুজোর দিনে মাকে জবা ফুল দিন এবং ফল ও মিষ্টি অর্পণ করুন।

 Maa Chandraghanta Puja Vidhi

তাহলে আসুন জেনে নেওয়া যাক, নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার পূজা পদ্ধতি, মন্ত্র এবং ব্রত কথা সম্পর্কে।

মা চন্দ্রঘণ্টা পূজা পদ্ধতি

মা চন্দ্রঘণ্টা পূজা পদ্ধতি

সূর্যোদয়ের আগে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান পরুন। এরপরে, গঙ্গার জল দিয়ে মাকে স্নান করান এবং সাজিয়ে দিন। পূজা করার আগে, কলশ দেবতা এবং ভগবান গণেশের সঠিক আচারের সাথে পূজা করুন। তারপরে মায়ের পূজা শুরু করেন। মাকে ফল, ফুল, অক্ষত, কুমকুম, সিঁদুর, পান, সুপারি ইত্যাদি অর্পণ করুন। এর পরে, মা চন্দ্রঘণ্টার ব্রত কথা পাঠ করুন এবং শেষে আরতি করুন।

মা চন্দ্রঘণ্টা পূজা মন্ত্র

মা চন্দ্রঘণ্টা পূজা মন্ত্র

ওম ঐং হ্রীং ক্লীং চন্দ্রঘণ্টায়ৈ নমঃ।

ওম দেবী চন্দ্রঘণ্টায়ৈ নমঃ।

ইয়া দেবী সর্বভূতেষু মা চন্দ্রঘণ্টা রূপেণ সংস্থিতা।

নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

মা চন্দ্রঘণ্টার পৌরাণিক কাহিনী

মা চন্দ্রঘণ্টার পৌরাণিক কাহিনী

পৌরাণিক কাহিনী অনুসারে, দেবতা এবং অসুরদের মধ্যে দীর্ঘসময় ধরে যুদ্ধ চলেছিল। অসুরদের প্রধান ছিলেন মহিষাসুর এবং দেবতাদের প্রধান ছিলেন ইন্দ্র। মহিষাসুর দেবতাদের পরাজিত করে ইন্দ্রের সিংহাসন লাভ করেন এবং স্বর্গলোকে শাসন শুরু করেন। মহিষাসুরের এই অত্যাচারে বিরক্ত হয়ে সমস্ত দেবতা ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের শরণাপন্ন হন। দেবতারা জানান যে, মহিষাসুর ইন্দ্র, চন্দ্র, সূর্য, বায়ু এবং অন্যান্য দেবতাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছেন এবং সিংহাসন দখল করেছেন। এই কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব অত্যন্ত ক্রুদ্ধ হলেন। রাগের কারণে, তিন দেবতার মুখ থেকে শক্তি উৎপন্ন হয়, এই শক্তিটি মায়ের তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা রূপ নেয়। দেবী চন্দ্রঘণ্টাই মহিষাসুরকে হত্যা করেন।

English summary

Navratri 2021 Day 3, Maa Chandraghanta Puja Vidhi, Mantra, Vrat Katha and significance in Bengali

Navratri 2021 Day 3, Maa Chandraghanta Puja Vidhi, Mantra, Vrat Katha and significance in Bengali.
Story first published: Saturday, October 9, 2021, 10:32 [IST]
X
Desktop Bottom Promotion