For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কীভাবে সাজাবেন বইয়ের তাক? টিপস দিলেন টুইঙ্কেল খন্না

|

জিনিসপত্র গুছিয়ে রাখার অভ্যাস অনেকেরই নেই। ফলে সময়মতো জিনিসও পাওয়া যায় না। আর জিনিস খুঁজতে গিয়ে ঘর আরও অগোছালো হয়ে যায়। বইয়ের ক্ষেত্রেও এই একই সমস্যা দেখা দেয়। এমন অনেকেই আছেন যাঁরা বই পড়তে খুব ভালবাসেন, কিন্তু পড়ার পরে আর গুছিয়ে রাখেন না। ফলে অগোছালো থেকে যায় বইয়ের তাক। দরকারের সময় সহজেই হাতের কাছে পাওয়া যায় না। যাঁদের বুকসেলফে প্রচুর বই তাঁদের জন্য এই ঝামেলা আরও বেশি।

সুসজ্জিত বইয়ের আলমারি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে বহুগুণ। অভিনেত্রী টুইঙ্কেল খন্না ইনস্টাগ্রামে বইয়ের তাক গুছিয়ে রাখার কিছু টিপস দিয়েছেন। নিজের বইয়ের তাক গোছানোর ফাঁকে বাতলে দিলেন বই গুছিয়ে রাখার কিছু সহজ উপায়।

Twinkle Khannas Tips For Styling A Bookshelf

১) অনেকগুলো বই পরপর একটানা না রেখে, বইয়ের মাঝে মাঝে ছোটো শোপিস বা ঘর সাজানোর জিনিস রাখতে পারেন। এতে বইয়ের তাক দেখতেও সুন্দর লাগবে।

২) তাকে বই সাজানোর পর একেবারে শেষ প্রান্তে ঘর সাজানোর মোমবাতি এবং হাতে তৈরি কোনও জিনিস রাখতে পারেন।

৩) বই গোছানোর সময়ে একই রঙের বই বা একই মাপের বইগুলো পাশাপাশি রাখুন।

৪) সব বইগুলো সোজা করে দাঁড় করিয়ে না রেখে, কিছু কিছু বই শুইয়ে রাখতে পারেন।

৫) শুইয়ে রাখা বইগুলোর উপরেও শোপিস, ফটো ফ্রেম কিংবা ঘর সাজানোর জিনিস রাখতে পারেন।

৬) বইয়ের তাকে যদি অতিরিক্ত জায়গা থাকে, তবে ছোট্ট টবে সবুজ চারাগাছ অথবা ফুলের গাছ রাখতে পারেন।

৭) তাকের মাঝে রাখতে পারেন চিনামাটির পাত্র, বেতের কাজ করা ছোটো ছোটো ঘর সাজানোর জিনিস।

৮) সাজানো বই ও অন্যান্য জিনিসগুলির মধ্যে যেন স্তরবিন্যাসের তারতম্য বোঝা যায়।

৯) বুক শেল্ফ বা বইয়ের তাকের পাশের দেওয়ালে ছোটো-বড় পেন্টিং ঝোলাতে পারেন। মেঝেতে টবে করে সবুজ গাছ রাখতে পারেন।

১০) সব কিছু সাজানো হয়ে গেলেও যতক্ষণ না নিজের মনের মতো হচ্ছে, ততক্ষণ সাজাতে থাকুন বইয়ের তাক।

English summary

Twinkle Khanna's Tips For Styling A Bookshelf

Looking for ways to style your bookshelf? Here’s how Twinkle Khanna does it. Read on.
X
Desktop Bottom Promotion