For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ঘরে প্রাকৃতিক আলোর প্রবেশ বাড়াতে চান? এই টিপসগুলি মেনে চলুন

|

বাড়ি-ঘরে কৃত্রিম আলো স্থাপন করার চেয়ে, প্রাকৃতিক আলোর প্রবেশ সবচেয়ে ভাল। এতে কেবলমাত্র ঘর বড় এবং সুন্দর দেখায় না, পাশাপাশি বাড়িতে স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করে। প্রাকৃতিক আলো আমাদের মেজাজ ও ভালো থাকার উপলব্ধির উপরও গভীর প্রভাব ফেলতে সক্ষম। প্রকৃতির আলোয় কর্মক্ষমতা বাড়ে, তরতাজা অনুভব হয়, মানসিক চাপ অনেকটা কমে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এছাড়া, এতে আপনার বাড়ির বিদ্যুৎও অনেকটাই বাঁচে।

Home decor ideas to increase Brightness in the home

বিশেষ করে শীতের সময় ঘরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করাটা খুবই জরুরি। বাড়ির সাজসজ্জায় ছোটো ছোটো কিছু পরিবর্তনের মাধ্যমেই ঘরে প্রাকৃতিক আলোর প্রকাশ বাড়িয়ে তোলা যায়। আজ এই আর্টিকেলে ঘরে সূর্যের আলো বা প্রাকৃতিক আলো প্রবেশ করানোর কিছু সহজ টিপস আপনাদের জানাব।

গ্লাস উইন্ডো

গ্লাস উইন্ডো

আপনি যদি আপনার ঘরে প্রাকৃতিক আলো বা সূর্যের আলো ঢোকার ব্যবস্থা করতে চান, তাহলে এক দিকের দেওয়ালে গ্লাস উইন্ডো করতে পারেন। এতে আপনার বাড়ি আলোয় ভরে থাকবে। খুব সহজেই সূর্যের আলো আসবে ঘরে।

হালকা রং ব্যবহার করুন

হালকা রং ব্যবহার করুন

সাদা বা যেকোনও হালকা কালার করুন বাড়িতে। হালকা রঙের দেওয়ালে আলো খেলা করতে পারে দারুণভাবে! হালকা রঙ একটা স্পেসকে আলোকজ্জল করে তুলতে সাহায্য করে। সাদা বা যেকোনও হালকা রঙের দেওয়াল থাকলে ঘরে সহজেই প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে।

গাছপালা লাগান

গাছপালা লাগান

অনেক সময় বাড়ির বাইরে থাকা গাছপালা ঘরে প্রাকৃতিক আলো আসতে বাধা দেয়। জানালার ওপারে গাছপালা বেড়ে উঠলে ঘরে আলো ঢোকার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তাই ঘরে সূর্যের আলো বা প্রাকৃতিক আলো প্রবেশ করানোর জন্য দরজা এবং জানালার চারপাশে বেড়ে ওঠা গাছপালা, গুল্ম-ঝাড়, গাছের বাড়ন্ত অংশ প্রয়োজন অনুযায়ী ছাঁটাই করুন।

হালকা রঙের আসবাবপত্র

হালকা রঙের আসবাবপত্র

যতটা সম্ভব হালকা রঙের আসবাবপত্র দিয়ে আপনার ঘর সাজান, কারণ এগুলো ঘরে উজ্জলতার ছাপ নিয়ে আসে। আসবাবগুলোকে এমনভাবে রাখার চেষ্টা করুন যেন আলো সরাসরি সেখানে গিয়ে পড়ে। এতে ঘর আরও আলোকিত হয়ে উঠবে।

এছাড়াও, জানালা-দরজা এবং ঘরের পর্দার দিকেও বিশেষ মনোযোগ দিন। কারণ ভারী এবং গাঢ় রঙের জানালা-দরজা বা পর্দা আপনার বাড়িতে প্রাকৃতিক আলো প্রবেশ করতে বাধা দিতে পারে।

স্কাইলাইটস ব্যবহার করুন

স্কাইলাইটস ব্যবহার করুন

বাড়িতে প্রাকৃতিক আলো প্রবেশ করানোর একটি দুর্দান্ত উপায় হল স্কাইলাইটস। স্কাইলাইটসকে ছাদের জানালাও বলা হয়। স্কাইলাইটস জানালার চেয়ে ঘরে আরও বেশি আলো প্রবেশ করাতে পারে, কারণ এর মাধ্যমে সূর্যের আলো বা প্রাকৃতিক আলো সরাসরি ঘরে ঢোকে, কোনওভাবেই বাধাপ্রাপ্ত হয় না।

English summary

Home decor ideas to increase Brightness in the home or bring in more sunlight

Here we are talking about home decor ideas to increase brightness in the home. Have a look.
Story first published: Wednesday, November 24, 2021, 17:52 [IST]
X
Desktop Bottom Promotion