For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বানিয়ে ফেলুন আম ক্ষীর, দেখুন রেসিপি

Posted By:
|

আম খেতে কে না ভালবাসে! ফলের রাজা আম দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। এছাড়াও, আমে অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। সব মিলিয়ে আম হল সর্বগুণ সম্পন্না। শুধু ফল হিসেবে খাওয়া ছাড়াও, আম মাখা, আম ডাল, আমের টক, ইত্যাদি আমরা সবাই খেয়েছি। কিন্তু, আমের ক্ষীর খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেল থেকে রেসিপিটি দেখে নিয়ে ঝটপট বানিয়ে ফেলুন। মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হবে আম ক্ষীর। দেখুন রেসিপি -

Mango Kheer Recipe

উপকরণ

৪টে পাকা আম

১৫০ গ্রাম বাসমতী চাল

১ লিটার দুধ

৫০ গ্রাম আমন্ড বাদাম

১ চা চামচ গোলাপ জল

স্বাদমতো চিনি

৫০ গ্রাম কিশমিশ

এক চিমটি কেশর

পরিমাণমতো এলাচ গুঁড়ো

সাজানোর জন্য পেস্তা কুচানো

আরও পড়ুন : রান্নাঘরে থাকা নামমাত্র জিনিস দিয়েই তৈরি হবে ম্যাঙ্গো স্মুদি, দেখে নিন রেসিপিটি

তৈরির পদ্ধতি

১) প্রথমে আমগুলি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিন।

২) এবার একটি পাত্রে ঘন করে দুধ ফুটিয়ে নিন।

৩) তারপর তার মধ্যে বাসমতী চাল দিয়ে প্রায় আধঘণ্টা ফোটান। তবে ক্রমাগত নাড়তে থাকবেন, নাহলে পাত্রের তলায় লেগে যাবে।

৪) চাল নরম হলে তাতে চিনি মিশিয়ে নিয়ে একটু নেড়ে নামিয়ে নিন।

৫) ঠান্ডা হলে আমের পিউরি ও বাকি সমস্ত উপকরণ তাতে মিশিয়ে দিন।

৬) সবকিছু ভাল করে মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিন জমানোর জন্য।

৭) এরপর পরিবেশন করার সময় আম ক্ষীরের ওপরে পেস্তাকুচি ছড়িয়ে দিন।

[ of 5 - Users]
English summary

Mango Kheer Recipe | How to Make Mago Kheer at Home in Bengali

Use mangoes this season in an innovative way and make mango kheer at home. To know this extremely delightful kheer recipe.
X
Desktop Bottom Promotion