For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বেকারি কেন? আপনজনের জন্মদিনে নিজের হাতে তৈরি করুন আইরিশ হুইস্কি কেক

Posted By:
|
বেকারি কেন? আপনজনের জন্মদিনে নিজের হাতে তৈরি করুন আইরিশ হুইস্কি কেক
শুধু কী যীশু খ্রিষ্টের জন্মদিনেই কেক খেতে হবে নাকি। আপনার কাছের মানুষের জন্মদিনেও তো নিজে হাতে সুন্দর করে সাজিয়ে একটি কেক বানিয়ে সবাইকে তাক লাগাতে কেউ আপনাকে বাধা দেয়নি। এখন যদি সমস্যা হয় রেসিপি, তবে আমরা আছি কী করতে। আমাদের কাছ থেকে চুপি চুপি জেনে নিন স্টাইলিশ আইরিশ হুইস্কি কেকের রেসিপি। ব্যস তারপর ঝটফট বানিয়ে আপনজনের মুখের হাসি ফেরান।

কীভাবে বানাবেন এই সোজা আইরিশ হুইস্কি কেক আসুন দেখে নেওয়া যাক।

পরিবেশন - ৩-৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ৩০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ

  • ময়দা - ২ কাপ
  • আইরিশ হুইস্কি - ১ কাপ
  • ডিম - ৫টা
  • কিশমিশ - ১ কাপ (কুচনো)
  • চিনি- ১ কাপ
  • শুকনো ব্ল্যাক কারেন্ট - ১ কাপ
  • চেরি - ১ কাপ
  • কোকো পাউডার - ১/২ কাপ
  • আমন্ড - ২/৩ কাপ (কুঁচনো)
  • দারচিনি পাউডার - ১/২ চা চামচ
  • জায়ফল গুঁড়ো - ১/২ চা চামচ
  • পাতিলেবুর খোসা কুড়নো - ১টি লেবুর
  • আইরিশ বাটার - ১ কাপ
  • হুইপস ক্রিম - ১ কাপ
  • আমন্ড ও চকো চিপ সাজানোর জন্য।

প্রণালী

  • একটি পাত্রে ব্ল্যাক কারেন্ট,কিশমিশ, চেরি, লেবুর খোসা কুড়নো, দারচিনি ও জায়ফল গুঁড়ে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
  • এই মিশ্রটি আইরিশ হুইস্কি মিশিয়ে সারা রাত দেখে দিন।
  • একটি বড় বাটিতে আইরিশ বাটার ও চিনি নিয়ে ভাল করে মিশিয়ে নিন। যতক্ষণ না মিশ্রণটি মসৃণ হয়ে ফুলে উঠছে ততক্ষণ ফেটান।
  • এতে একটা একটা করে সবকটি ডিম দিয়ে দিন।
  • এর মধ্যে ময়দা ও আস্তে আস্তে ঢালতে থাকুন, একসঙ্গে মিশ্রণটি নাড়তেও থাকুন যাকে কোনও লাম্প না পড়ে যায়।
  • আইরিশ হুইস্কিতে ভেজানো মিশ্রণটাও দিয়ে দিন কেক মিশ্রণে।
  • এবার পুরো মিশ্রণটা অর্ধেক করে নিন।
  • একটি মিশ্রণে কোকো মিশিয়ে নিন।
  • বেকিং ডিসে মাখন ও ময়দা দিয়ে ভাল করে গ্রিস করে নিন। অর্থাৎ মাখন ভাল করে লাগিয় নিয়ে তাতে ময়দা ছড়িয়ে দিন। অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলে দিন।
  • ২৭৫ ডিগ্রি ফারেনহাইটে অভন প্রিহিট করে নিন।
  • বেকিং ডিসে প্রথমে কোকো মিশ্রণের অর্ধেক তার উপর অন্য মিশ্রণের পুরোটা ও তার উপরে বাকি কোকো মিশ্রণটা ঢেলে ২ ঘন্টা মতো বেক করে নিন।
  • কেকটি ঠান্ডা হতে দিন।
  • আলতো হাতে কেকটি বেকিং ডিস থেকে বের করে নিন।
  • কেকটি আড়াআড়ি ৩ ভাগে কেটে নিন। প্রথম ভাগের উইপড ক্রিম ভাল করে স্প্রেড করে নি। তার উপরে দ্বিতীয় কেকর ভাগটি বসান। এর উপরে ক্রিম দিন। তার উপরে শেষ ভাগটা রাখুন। এর উপরে ক্রিম দেবেন না। চারপাশের থেকে বেরিয়ে আসা অতিরিক্ত ক্রিম চেঁচে নিন।
  • এবার ফ্রিজে ৩-৪ ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিন।
  • বের করে একটি লম্বা কাঠি বা স্কিউয়ার দিয়ে কেকের উপরের অংশে কয়েকটা গর্ত করুন। এই গর্ত দিয়ে আইরিশ হুইস্কি দিয়ে দিন।
  • আমন্ড ও চকো চিপ দিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
English summary

Bake Irish Whiskey Cake For your near and dear one

Bake Irish Whiskey Cake For your near and dear one
Story first published: Wednesday, July 30, 2014, 14:41 [IST]
X
Desktop Bottom Promotion