Just In
- 6 hrs ago
বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সমস্যা? রোজ করান এই ৭ এক্সারসাইজ, হাইট বাড়বে দ্রুত!
- 6 hrs ago
Weight Loss Tips : চটজলদি রোগা হতে চান? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৫ ফল!
- 11 hrs ago
সিঁদুরের এই সহজ টোটকায় সুখ-শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে, উন্নত হবে আর্থিক পরিস্থিতি!
- 20 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৯ মে-র রাশিফল
(ছবি) ওজন ঝরিয়ে নির্মেদ চেহারা পেতে ভরসা রাখুন এই প্রোটিন ফুডে
আপনি কি জানেন কম প্রোটিন সমৃদ্ধ খাবারে সবচেয়ে বেশি মাত্রায় ফ্যাট ও ক্ষতিকর কার্বোহাইড্রেট মজুত থাকে? তবে যদি আমরা প্রোটিন সমৃদ্ধ ডায়েট মেনে চলতে পারি তাহলে খুব সহজেই কয়েক সপ্তাহেই ওজন ঝরিয়ে নির্মেদ হওয়া সম্ভব। [শুধু ঘুমিয়েও ওজন ঝরানো সম্ভব! জেনে নিন কীভাবে]
প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরের মেটাবলিজমের হারকে অনেক বাড়িয়ে দেয়। অর্থাৎ যা আপনি খান তা শরীরের শক্তি তৈরিতে সরাসরি কাজে লেগে যায়।
মেটাবলিজমের হার অনেক বেশি হওয়ার কারণে এই প্রোটিন সমৃদ্ধ খাবার ফ্যাট হিসাবে শরীরে জমতে পারে না। তাই এই খাবার নিয়মিত ডায়েটে রাখলে নির্মেদ চেহারা পেতে পারেন। কী কী রাখবেন নিজের ডায়েটে তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

বাতাবি লেবু
ডায়েটে নিয়মিত হারে বাতাবি লেবু রাখলে তা ওজন ঝরাতে বিশেষ সাহায্য করে। এটি খেয়ে কয়েক সপ্তাহের মধ্যেই বেশ খানিকটা ওজন কমিয়ে রোগা হওয়া সম্ভব।

মটরশুঁটি
মটরশুঁটিতে থাকা প্রোটিন ও ফাইবার শরীরে ফ্যাট জমতে দেয় না। ফলে অতিরিক্ত ওজন ও বাড়েই না উল্টে চর্বি ঝরতে থাকে। কাঁচা বা সেদ্ধ সবরকমভাবেই মটরশুঁটি খেলে উপকার পাওয়া সম্ভব।

কোকো পাউডার
চিনি না মেশানো কোকো পাউডারে প্রোটিনের পাশাপাশি ফাইবার ও ম্যাঙ্গানিজও রয়েছে। এসবই শরীরকে নির্মেদ করতে ও মাংসপেশীকে মজবুত করতে সাহায্য করে।

মাশরুম
মাশরুমেও রয়েছে প্রোটিন উপাদান। এছাড়াও এটিতে সেলেনিয়াম নামক খনিজ থাকে। শরীরের মেদ ঝরাতে এটিও বিশেষ সাহায্যকারী।

বাদাম
সকলেই জানেন বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ফলে নিয়মিত ডায়েটে বাদাম রাখলে শরীর তো ঝরঝরে হবেই, পাশাপাশি মনের জোর ও উদ্যম বাড়বে।

বিনস
বিনস-এও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার যা ওজন ঝরাতে ও মাংসপেশীর গঠনে বিশেষ সাহায্য করে।
আরও খবর পড়ুন এখানে :
যে ১০টি খাবার খেয়ে নিজেদের তন্বী রাখেন ফ্যাশন মডেলরা
কীভাবে শরীরের ভিন্ন অংশের এই মেদগুলি ঝরাবেন?
আপনার এই অভ্যাসগুলি থাকলে কোনওদিনও ওজন কমবে না!