For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জিভে জল আনা 'রুই কাসুন্দি', দেখুন রেসিপিটি

Posted By:
|

বাঙালির আমিষ পদের তালিকায় মাছ থাকবে না, এটা হতেই পারে না! বাঙালী মাছ অন্ত প্রাণ। মাছের সাথে বাঙালির জন্মজন্মান্তরের সম্পর্ক। তাই কথায় বলে 'মাছে ভাতে বাঙালি'। অন্যান্য পদ আর যাই থাকুক না কেন, তার সাথে একটা মাছের পদ যোগ হওয়া চাই-ই-চাই। বিভিন্ন রকম মাছ দিয়ে বিভিন্ন পদ তৈরি করা প্রত্যেক বাঙালিরই খুব শখের। বিশেষ করে রুই মাছ হলে তো আর কথাই নেই।

আমরা সাধারণত রুই মাছের ঝোল, রুই পোস্ত খেয়েই থাকি। তাহলে আজ একটু স্বাদ বদল হয়ে যাক? কী বলেন? আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রুই-এর নতুন একটি রেসিপি, যার নাম 'রুই কাসুন্দি'। খুব বেশি কঠিন কিছু না, সহজ কিছু উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলা সম্ভব এই পদটি। তাহলে দেখে নিন জিভে জল আনা এই রেসিপিটি -

Recipe Of Fish Kasundi With Rohu Fish

উপকরণ

রুই মাছ - পাঁচ টুকরো

কাসুন্দি - ৫ টেবিল চামচ

কাঁচা লঙ্কা - ৪টি

স্বাদমতো নুন

কালো জিরে - ১/২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো - ১/২ টেবিল চামচ

জিরে গুঁড়ো - ১/২ টেবিল চামচ

ধনে গুঁড়ো - ১/২ টেবিল চামচ

পোস্ত বাটা - ২ টেবিল চামচ

সর্ষের তেল - ৫ থেকে ৬ টেবিল চামচ

ধনেপাতা কুচি - ২ চামচ

আরও পড়ুন : পোস্ত ইলিশ রেসিপি

বানানোর পদ্ধতি

১) প্রথমে মাছের পিসগুলো ভাল করে ধুয়ে তাতে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে।

২) এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে।

৩) মাছ ভাজা হয়ে গেলে তা তুলে নিন। তারপর ওই তেলেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। তবে আঁচ বেশি জোরে রাখবেন না।

৪) এরপর পোস্ত বাটা, কাসুন্দি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তেল আলাদা না হওয়া অবধি ভালো করে নাড়তে হবে। তারপর অল্প জল, নুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে হবে।

৫) ভালভাবে নাড়া হয়ে গেলে কড়াইয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। পাঁচ-সাত মিনিট হালকা আঁচে রেখে দিন।

৬) তারপর তা নামিয়ে নিলেই তৈরি আপনার রুই কাসুন্দি।

৭) এর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
English summary

How to Make Kasundi Recipe | Kasundi Rohu Fish Recipe

Here goes the recipe of Fish Kasundi. Check it out and do give it a try.
X
Desktop Bottom Promotion