For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ব্রেকফাস্টে বানাতে পারেন পনির স্যান্ডউইচ, রইল রেসিপি

Posted By:
|

রোজ রোজ ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে একই খাবার খেতে কারুরই ভাললাগে না! বিশেষত বাচ্চারা চায় নিত্যদিন নিত্যনতুন খাবার খেতে! তাই ঘরে ঘরে প্রত্যেক মায়েরই এ এক নতুন চিন্তা যে আজ তার বাচ্চার জন্য কী নতুন খাবার বানানো যাবে। তবে বর্তমান দিনে বেশিরভাগ বাচ্চারই প্রিয় খাদ্য হল স্যান্ডউইচ বা বার্গার। তাই আপনি চিন্তা না করে আপনার বাচ্চার ব্রেকফাস্টে বিভিন্নরকম স্যান্ডউইচ বানাতেই পারেন। আজ আমরা এই আর্টিকেলে একটা নতুন ধরনের স্যান্ডউইচের রেসিপি আপনাদের জানাব, যার নাম পনির স্যান্ডউইচ। তাহলে দেখে নিন রেসিপিটি -

Paneer Sandwich Recipe

পনির স্যান্ডউইচ তৈরির উপকরণ

পাউরুটি - ৪টে স্লাইস

পনির কুচি - এক কাপ

চীজ স্লাইস - ২টো

প্রয়োজনমতো মাখন

মেয়োনিজ - ৪চা চামচ

টমেটো - গোল করে কাটা

ক্যাপ্সিকাম কুচি - পরিমাণ অনুযায়ী

প্রয়োজনমতো অরিগ্যানো

স্বাদমতো চিলি ফ্লেকস

আরও পড়ুন : চিকেন সালামি স্যান্ডউইচে বাজিমাত!

পনির স্যান্ডউইচ তৈরির পদ্ধতি

১) সর্বপ্রথমে পনিরটি একদম ছোট ছোট করে কেটে নিন।

২) তারপরে একটা বাটিতে পনির নিয়ে তার সঙ্গে মেয়োনিজ, অরিগ্যানো ও চিলি ফ্লেকস ভাল করে মিশিয়ে নিন।

৩) এবার একটি পাত্র গ্যাসে বসান এবং তাতে মাখন গরম করে পাউরুটি হালকা করে ভেজে নিন।

৪) এরপর পাউরুটির এক সাইডে পনিরের টুকরো কিছুটা রাখুন।

৫) তার উপরে চিজ স্লাইস, টমেটো স্লাইস ও ক্যাপ্সিকাম কুচি দিয়ে সাজিয়ে আর একটা পাউরুটি তার উপরে দিয়ে চেপে দিন।

৬) আবারও একবার মাখন গরম করে মাঝখান থেকে দুই টুকরো করে নিন।

৭) এবার গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু পনির স্যান্ডউইচ।

[ of 5 - Users]
English summary

Paneer Sandwich Recipe

Paneer Sandwich is an easy-to-make breakfast recipe that you can make for your loved ones anytime, and it is truly delicious.
Story first published: Friday, December 11, 2020, 23:32 [IST]
X
Desktop Bottom Promotion