Just In
- 14 hrs ago
সাপ্তাহিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ
- 16 hrs ago
দৈনিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি ২০২১
- 1 day ago
চালের পায়েস রান্নার সহজ রেসিপি দেখে নিন
- 1 day ago
গর্ভাবস্থায় এই সাতটি কাজ কখনোই করবেন না, মারাত্মক বিপদ হতে পারে
Don't Miss
বিকেলের চায়ের সাথে খান পনিরের কাটলেট, রইল রেসিপি
বিকেল হলেই চা বা কফির সাথে মুচমুচে কিছু খেতে মন চায়! হাতের কাছে পিঁয়াজী, চপ, পকোড়া, কাটলেট পেলে তো কথাই নেই। এতদিন আমরা মাছ বা মাংসের কাটলেট খেয়ে এসেছি। আজ খান পনিরের কাটলেট। এটি বানানো খুবই সোজা। বাড়িতে থাকা সাধারণ কয়েকটি জিনিস দিয়ে তৈরি হবে পনিরের কাটলেট। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই রেসিপিটি।
উপকরণ
৩০০ গ্রাম পনির (গ্রেট করা)
আলু সেদ্ধ ২টি
৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
২ চা চামচ আদা-রসুন বাটা
২টি ডিম
৪টে স্লাইস পাউরুটি টুকরো করা
২৫০ গ্রাম ব্রেডক্রাম্ব
স্বাদমতো নুন
পরিমাণমতো সাদা তেল
কাঁচালঙ্কা কুচি পরিমাণমতো
এক চা চামচ গোলমরিচ গুঁড়ো
আরও পড়ুন : ডিম প্রেমীদের জন্য রইল ডিমের ডেভিল, দেখে নিন রেসিপি
তৈরির পদ্ধতি
১) সর্বপ্রথমে একটি পাত্র নিন। তাতে পনির, আলু, টুকরো করে রাখা পাউরুটি এবং সবকটি মশলা একসঙ্গে নিয়ে ভাল করে মেখে নিন। তবে ভুলেও তাতে ডিম, ব্রেডক্রাম্ব, কর্নফ্লাওয়ার দেবেন না।
খ) মাখার পর সেখান থেকে পরিমাণমতো লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে কাটলেটের মতো করে গড়ে নিন।
গ) এবার অন্য আরেকটি পাত্রে ডিম, সামান্য নুন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ফেটিয়ে নিন। ভাল করে ফেটাবেন, যাতে নুন এক জায়গায় পড়ে না থাকে। আরেকটি পাত্রে ব্রেডক্রাম্ব রাখুন।
ঘ) তারপর ওই মিশ্রণে পনিরের কাটলেটগুলো ডুবিয়ে ব্রেডক্রাম্বে মাখিয়ে ভালভাবে ভেজে নিন।
ঙ) এবার টমেটো সস ও কাসন্দির সাথে গরম গরম কাটলেট পরিবেশন করুন।