Just In
- 2 hrs ago
Krishna Janmashtami 2022 : ১৮ না ১৯? কবে জন্মাষ্টমী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও পূজা বিধি
- 9 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ১২ অগস্টের রাশিফল
- 18 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 19 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
আম প্রেমীদের জন্য রইল ম্যাঙ্গো মিল্কশেক, দেখে নিন রেসিপি
স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিগুণে ভরপুর আমের বিকল্প হয় না বললেই চলে। তাই একে ফলের রাজাও বলা হয়। আম কাঁচা অবস্থায়ও যেমন সুস্বাদু, পাকা অবস্থায়ও এর স্বাদের মাত্রা আরও দুই গুণ বেড়ে যায়। পাকা আম দিয়ে স্মুদি, জুস, আইসক্রিম, কেক ও আরও অনেক কিছুই তৈরি হয়। আমের স্বাদে যেকোনও খাবারই আরও সুস্বাদু হয়ে ওঠে।
আম স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি। আজ এই আর্টিকেলে ম্যাঙ্গো মিল্কশেক তৈরির রেসিপি জানাব। হাতে গোনা মাত্র কয়েকটি জিনিস দিয়েই তৈরি হবে ম্যাঙ্গো মিল্কশেক।
ম্যাঙ্গো মিল্কশেক তৈরির উপকরণ
২টো বড় আম
চার চামচ ভ্যানিলা আইসক্রিম
কয়েকটি কাজুবাদাম
কয়েকটি আমন্ড
এক কাপ দুধ
দুই টেবিল চামচ চিনি
২-৩টে আইস কিউব (যদি ঠান্ডা খেতে চান)
আরও পড়ুন : রান্নাঘরে থাকা নামমাত্র জিনিস দিয়েই তৈরি হবে ম্যাঙ্গো স্মুদি, দেখে নিন রেসিপিটি
ম্যাঙ্গো মিল্কশেক তৈরির পদ্ধতি
১) প্রথমে আমগুলো ভাল করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
২) তারপর ব্লেন্ডারে আমের টুকরো, ঠান্ডা দুধ, চিনি এবং দুই চামচ ভ্যানিলা আইসক্রিম দিন। ঠান্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন।
৩) ভাল করে ব্লেন্ড করুন, যাতে স্মুথ পেস্ট হয়।
৪) এবার গ্লাসে ম্যাঙ্গো মিল্কশেক ঢেলে তার উপরে ভ্যানিলা আইসক্রিম দিন।
৫) তার উপরে কাজুবাদাম ও আমন্ড কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন : বাড়িতেই বানান দোকানের মতো ম্যাঙ্গো কেক, দেখে নিন রেসিপি
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.