For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) আপনার শোয়ার ধরন আপনার সম্পর্কে কী কথা বলে?

By Oneindia Bengali Digital Desk
|

মানুষের বিভিন্ন অভ্যাসের মতো শোয়ার ধরনও ব্যক্তি নির্বিশেষে আলাদা হয়। কেউ চিৎ হয়ে শুতে পছন্দ করেন। কেউ পাশ ফিরে শুতে পছন্দ করেন, কেউ সোজা হতে শুতে , কেউ আবার কুঁকড়ে শোয়াই পছন্দ করেন। আর এই শোয়ার ধরনই মানুষের ব্যক্তিত্বের নানা বৈশিষ্টকে আরও স্পষ্ট করে।

শোয়ার ধরন থেকে মানুষের মানুষের ব্যক্তিত্বের নানা রং বোঝা যায়। আপনার স্বভাব কেমন, আপনি কীভাবে আচরণ করেন, আপনার মনন এমন অনেক কিছুই স্পষ্ট করে দিতে পারে আপনার শোয়ার ধরন।

তাহলে আসুন দেখে নেওয়া যাক শোয়ার ধরনে দেখে একটা মানুষ সম্পর্কে কী কী বোঝা যায়।

উল্টে শোওয়া

উল্টে শোওয়া

যারা খাটের সঙ্গে পেট লাগিয়ে শোন, তারা আসলে খুব মজা করতে ভালবাসেন। অন্যদের সঙ্গে ভাল ব্যবহার করেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু কিছু কিছু সময়ে নিজের অজান্তেই এরা অন্যের ক্ষতি করে বসেন। আবেগ সামলাতে এরা হিমশিম খান।

কিছু জড়িয়ে ধরে শোওয়া

কিছু জড়িয়ে ধরে শোওয়া

অনেকে আছেন, পাশবালিশ বা টেডিবিয়ার জড়িয়ে শুতে অভ্যস্ত। এরা ধরনের মানুষ আসলে ভালবাসা পেতে চান অন্যদের থেকে। সম্পর্কজনিত নানা ঘটনায় এরা ভালবাসা থেকে বঞ্চিত হন। এদের মন নিখাদ হয়, এবং এরা সৎভাবে বন্ধুত্ব পালন করে।

সোজা হয়ে শোওয়া

সোজা হয়ে শোওয়া

যারা চিৎ হয়ে শুতে পছন্দ করেন, তারা আসলে এরা সবার সঙ্গে মিশতে পছন্দ করে না। এরা একটু চাপা স্বভাবের হন। এরা আত্মবিশ্বাসী হন, তবে এরা এতটাই জটিল মানসিকতার হন যে এদের বুঝে ওঠা এদের অতি ঘণিষ্ঠেরও সম্ভব নয়।

একদিক করে শোওয়া

একদিক করে শোওয়া

যারা একদিক করে শোন তারা শান্তিপ্রিয় স্বভাবের হন। এরা সংবেদনশীল ও অত্যন্ত আবেগপ্রবণ হন। তবে এরা কাউকেই বিশ্বাস করতে পারেন না।

কুঁকড়ে শোওয়া

কুঁকড়ে শোওয়া

যাঁরা একদিকে কুঁকড়ে শোয় বিশেষজ্ঞদের মতে তাদের মধ্যে এতটা ভয় কাজ করে। ঘুমের মধ্যেও মাথার মধ্যে সেই ভয়টা থেকে যায়। ভবিষ্যৎ নিয়ে এবং সঙ্গীকে নিয়ে এরা নিরাপত্তাহীনতায় ভোগে। এরা একটা ছোটখাটো বিষয় নিয়েও প্রচুর চিন্তা করে।

পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন

পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন

যারা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন তারা মূলত এমন ধরনের মানুষ যারা জীবনে শান্তি পাওয়ার জন্য অনেক কষ্ট করেন। এরা খুব বেশী চিন্তা করেন না। এরা কিছু কিছু ক্ষেত্রে অন্যদের সঙ্গে অসংবেদনশীল আচরণ করে।

যারা নাক ডাকে

যারা নাক ডাকে

যারা ঘুমের মধ্যে নাক ডাকে তাদের ঘুম হাল্কা হয়। এরা অত্যন্ত সজাগ প্রকৃতির হন। এরা সৃজনশীলতা ধার কাছ দিয়ে যান না। অলস প্রকৃতির হন। ক্ষমতা থাকলেও ইচ্ছার অভাবে কাজ করেন না।

English summary

What Your Sleeping Position Tells About You

Night is a time when we get comfort through sleep and our body tends to sleep in the position in which it feels more comfort.However, this sleeping position can reveal much about your character and your mental state.
X
Desktop Bottom Promotion