For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীত আসতেই হাঁটুর ব্যথা বেড়েছে? পাতে রাখুন এই ৭ খাবার, ব্যথা কমবে দ্রুত!

|

প্রায় প্রতিটি পরিবারেই এমন একজন মানুষ আপনি পেয়েই যাবেন, যাঁর অস্থিসন্ধি বা জয়েন্টে ব্যথা রয়েছে। জয়েন্টের ব্য়থা খুবই ভয়ঙ্কর এক সমস্যা। একবার হলে সহজে সারে না। শীতকালে বহু মানুষেরই জয়েন্টের ব্যথা ও বাতের সমস্যা আরও বেড়ে যায়। ঠান্ডা বাড়তেই হাঁটুর ব্যথায় কাবু হয়ে পড়েন অনেকে। ফলে উঠতে বসতে ও চলাফেরা করতে খুব সমস্যা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অস্থিসন্ধির ব্যথা কমাতে চাইলে দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে খাদ্যাভ্যাসেও অনেকটাই বদল আনতে হবে।

Foods That May Reduce Joint Pain In Winters

এমন কিছু খাবার আছে, যেগুলি নিয়মিত খেলে হাড় শক্তিশালী থাকবে এবং জয়েন্টের ব্যথা ও ফোলাভাবও কমতে পারে। দেখে নিন, হাড়ের ব্যথা থেকে স্বস্তি পেতে কোন কোন খাবার নিয়মিত খাবেন -

ফ্যাটি ফিশ

ফ্যাটি ফিশ

স্যালমন, ম্যাকেরেলের মতো মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি থাকে। যে কারণে এই মাছগুলি জয়েন্টের ব্যথা উপশম করতে দারুণ কার্যকর।

রসুন ও পেঁয়াজ

রসুন ও পেঁয়াজ

মাটির নীচে হওয়া সবজিগুলি অর্থাৎ রসুন ও পেঁয়াজের মতো রুট ভেজিটেবিলে ডায়ালাইল ডিসালফাইড থাকে, যা এক ধরনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগ। এটি জয়েন্টের ব্যথা উপশম করে এবং সামগ্রিক জয়েন্ট হেল্থ ভাল রাখে।

আদা

আদা

শুকনো আদাই হোক বা টাটকা আদা, নিয়মিত আদা খেলে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি মিলতে পারে। তরকারিতে, চায়ে, মধুর সঙ্গে অথবা এক কাপ গরম জলে আদা দিয়ে খেতে পারেন।

বাদাম এবং বীজ

বাদাম এবং বীজ

বাদাম এবং বীজ স্বাস্থ্যকর ফ্যাট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। আখরোট, আমন্ড, ফ্ল্যাক্সসীড, চিয়া সীড এবং পাইন বাদাম নিয়মিত খেলে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি মিলবে।

হাঁটুর ব্যাথায় ভুগছেন? এই খাবারগুলো খাচ্ছেন না তো?হাঁটুর ব্যাথায় ভুগছেন? এই খাবারগুলো খাচ্ছেন না তো?

ফল এবং বেরি

ফল এবং বেরি

আপেল, ক্র্যানবেরি এবং এপ্রিকট জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এগুলি শরীর থেকে ক্ষতিকারক ফ্রি ব়্যাডিকেলস দূর করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া, অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ চেরি জয়েন্ট এবং পেশীর ফোলাভাব কমাতেও কার্যকর।

হাড়ের ঝোল

হাড়ের ঝোল

মটন বা মুরগির হাড়ের ঝোল আমাদের হাড়ের স্বাস্থ্য উন্নত করে। এটি glucosamine, chondroitin এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ, যা হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত গরম গরম হাড়ের ঝোল খেলে জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়।

অলিভ অয়েল

অলিভ অয়েল

অলিভ অয়েল আনস্যাচুরেটেড, হেলদি ফ্যাট এবং ওমেগা-৩ এর দুর্দান্ত উৎস। এই তেলে ওলিওক্যানথাল রয়েছে, যা প্রদাহ থেকে মুক্তি দিতে পারে। তাই, আপনার দৈনন্দিন রান্নায় অথবা স্যালাডে এই তেল ব্যবহার করতে পারেন।

English summary

Foods That May Reduce Joint Pain In Winters In Bengali

There is no diet cure for arthritis, eating certain foods can also strengthen bones and reduce swelling in your joints. Read on.
X
Desktop Bottom Promotion