For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) প্রাকৃতিক উপাদান দিয়ে কীভাবে বাড়িতে বানাবেন ফাউন্ডেশন?

By Oneindia Staff Writer
|

আপনি যদি দৈনন্দিন ফাউন্ডেশনের ব্যবহার করেন তাহলে মাথায় রাখবেন বাজারে যে সব ফাউন্ডেশন পাওয়া যায় তা যতই ব্র্যান্ডেড হোক বা যত দামীই হোক তাতে কেমিক্যালের ব্যবহার তো থাকবেই। আর এই কেমিক্যাল আপনার ত্বকের ধীরে ধীরে ক্ষতি করে। [মেক আপ করার পরও কেনও অদ্ভুদ দেখায় আপনাকে?]

তাই চেষ্টা করুন প্রাকৃতিক উপকরণ ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করার। প্রয়োজনে বাড়িতে তৈরি করুন ফাউন্ডেশন। কিন্তু অনেকেই প্রশ্ন করবেন ফাউন্ডেশন আবার বাড়িতে বানানো যায় নাকি? উত্তর নিশ্চই যায়। [৬টি অদ্ভুৎ বিউটি টিপস যা সত্যিই কাজ দেয়!]

তার জন্য আপনাকে শুধু জানতে হবে ফাউন্ডেশন তৈরির উপকরণ। আর প্রাকৃতিক উপকরণ দিয়ে শুধু একধরনের নয়, নানা ধরনের ফাউন্ডেশন বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন আপনি। [(ছবি) নিজেকে সুন্দর রাখতে এই ১০ অদ্ভুৎ 'বিউটি ট্রিটমেন্ট' নাম শুনলে শিউরে উঠবেন!]

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে বানাবেন ফাউন্ডেশন। [(ছবি) সৌন্দর্যবিষয়ক সাধারণ ৭ সমস্যা ও তার সমাধান]

পাউডার ফাউন্ডেশন

পাউডার ফাউন্ডেশন

২ টেবিল চামচ স্টার্চ পাউডার, ১১/২ চা চামচ দারচিনি পাউডার, এবং ১ টেবিলচামচ কোকো পাউডার। (আপনার চামড়ার রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্দাজমতো কোকো পাউডার মেশাতে পারেন।)একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। ফাউন্ডেশন অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।

ফাউন্ডেশন অয়েল

ফাউন্ডেশন অয়েল

ফাউন্ডেশন অয়েল বানানোর জন্য ১ টেবিলচামচ জোজোবা তেল এবং অলিভ অয়েল নিন। এর সঙ্গে ফাউন্ডেশন পাউডার মিশিয়ে লাগান।

লিকুইড ফাউন্ডেশন

লিকুইড ফাউন্ডেশন

এক চা চামচ গলানো ঘি, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ অ্যারারুট পাউডার, ১/২ চা চামচ দারচিনি পাউডার ১ চা চামচ কোকো পাউডার (আপনার চামড়ার রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্দাজমতো কোকো পাউডার মেশাতে পারেন।)। এই মিশ্রণগুলি একসঙ্গে মেশালেই তৈরি লিকুইড ফাউন্ডেশন, প্রয়োজনে অতিরিক্ত ফাউন্ডেশন অয়েল মেশাতে পারেন।

সানস্ক্রিন ফাউন্ডেশন

সানস্ক্রিন ফাউন্ডেশন

২ টেবিলচামচ জিঙ্ক অক্সাইড, ১ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিলচামচ দারচিনি পাউডার, (আপনার চামড়ার রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্দাজমতো কোকো পাউডার মেশাতে পারেন।) এবং দেড় টেবিল অলিভ অয়েল। ভাল করে মেশালেই তৈরি সানস্ক্রিন ফাউন্ডেশন।

লবঙ্গর ফাউন্ডেশন পাউডার

লবঙ্গর ফাউন্ডেশন পাউডার

১ টেবিল চামচ মিহি লবঙ্গ পাউডার, ১ টেবিলচামচ আদা পাউডার, ১ টেবিল চামচ স্টার্চ পাইডার, ১ টেবিলচামচ দারুচিনি পাউডার। সব পাউডারগুলি একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি প্রাকৃতিক লবঙ্গ ফাউন্ডেশন পাউডার।

English summary

How To Make Your Own Foundation At Home For Gorgeous Looking Face

How To Make Your Own Foundation At Home For Gorgeous Looking Face
Story first published: Tuesday, January 19, 2016, 11:36 [IST]
X
Desktop Bottom Promotion