For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কালীপুজোয় হাতে বাজি ফাটলে বা হাত পুড়লে কি করবেন

|

আলোর উৎসব দিওয়ালি এই কারণেই সারা দেশে আরও বেশি জনপ্রিয়। এইসময়ে মাটি থেকে আকাশ, যেদিকেই তাকান, সব জায়গাতেই জায়গা করে নিয়েছে রংবেরংয়ের আলোর রোশনাই। [কিছু জিনিস যা নিয়ে আফশোস করে সব ভারতীয়]

এই সময়ে নানা আলোয় রাস্তাঘাট, বাড়িঘর তো সেজে থাকেই, এর সঙ্গে নানা ধরনের বাজির আলোতেও আলোকিত হয় চারপাশ। ফুলঝুরি, তারাবাতি, রংমশাল, সাপবাজি, তুবড়ি, রকেট কোনওকিছুই বাদ যায় না। [প্রতিদিন যে মিথ্যা কথাগুলি বলে থাকি আমরা]

অনেকে তো বাজার থেকে বাজি কিনেই থাকেন, অনেকে আবার নিজের হাতে বাড়িতেই বাজি তৈরি করেন। ফলে সবমিলিয়ে কালীপুজোয় বাজি ফাটানো এক অন্যরকম মজা ও আনন্দ নিয়ে আসে। [কান নিয়ে এমন অজানা তথ্য কখনও শোনেননি আপনি]

তবে এসব বাজির নানা ঝক্কি রয়েছে। বাড়িতে বাজি তৈরি করলে মশলার নানা সমীকরণ ভালো করে জেনে নিয়ে তবেই তাতে এগোনো উচিত। অন্যদিকে বাজার থেকে কিনলেও বাজি পোড়ানোর সময়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। [রোদের পোড়ার হাত থেকে ত্বককে বাঁচাবে এই খাবার]

বাজি পোড়াতে গিয়ে যদি হাত পুড়ে যায় বা বাজি হাতে ফেটে যায় তাহলে কি করবেন? জেনে নিন নিচের স্লাইডে ক্লিক করে। [শরীর ঠান্ডা রাখতে এই খাবারগুলি রোজকার ডায়েটে রাখুন]

সঙ্গে সঙ্গে জল দিন

সঙ্গে সঙ্গে জল দিন

হাত পুড়লে সঙ্গে সঙ্গে জল দিন। তাতে ব্যথা ও জ্বালা ভাব সঙ্গে সঙ্গে কমবে। একইসঙ্গে তা ফোসকা পড়ার সম্ভাবনাও কমিয়ে দেবে। কোনও রকমের ফার্স্ট এইড প্রয়োগের আগে এই কাজটি করুন।

হলুদ লাগান

হলুদ লাগান

এই মশলাটির নানা উপকারী গুণ রয়েছে। হলুদের মিশ্রণ তৈরি করে ক্ষতিগ্রস্ত জায়গায় লাগান। এর অ্যান্টিসেপটিক উপাদান দারুণ কাজ দেয়।

মধু লাগান

মধু লাগান

মধুর শীতলতা পোড়া জায়গায় দারুণ কাজ দেয়। এছাড়াও পোড়া জায়গাটিকে সংক্রমণের হাত থেকেও বাঁচায় মধু। তবে মধু দিয়ে জায়গাটি মালিশ করবেন না। আলতো করে মধু লাগিয়ে দেবেন।

ভিনেগার

ভিনেগার

ত্বকে সরাসরি ভিনেগার না দিয়ে একটি পাতলা কাপড় ভিনেগারে চুবিয়ে তা পোড়া জায়গায় লাগান।

 অ্যালো ভেরার ব্যবহার

অ্যালো ভেরার ব্যবহার

অনেক বেশি পরিমাণে পুড়ে গেলেও অ্যালো ভেরা জেলি লাগালে উপকার পাবেন। জ্বাল ভাব কমানোর পাশাপাশি এটি ফোসকা পড়তে দেবে না।

টুথপেস্ট লাগান

টুথপেস্ট লাগান

এটি বহুদিন ধরেই চলে আসছে। আর এতে উপকারও হয় যথেষ্ট। অবশ্যই এই টোটকা প্রয়োগ করে দেখতে পারেন।

অ্যান্টিসেপটিক লোশন

অ্যান্টিসেপটিক লোশন

বাজি পোড়াতে গিয়ে হাত পুড়তে পারে। ফলে আগে থেকে বাড়িতে অ্যান্টিসেপটিক লোশন মজুত রাখুন ও নিশ্চিন্তে দিওয়ালি উপভোগ করুন।

English summary

First Aid For Fire Cracker Burns

First Aid For Fire Cracker Burns
Story first published: Monday, November 9, 2015, 13:33 [IST]
X
Desktop Bottom Promotion