For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সিন্ধি মশলা ডাল : রোজকার খাবারেও আনুন টুইস্ট

Posted By:
|
সিন্ধি মশলা ডাল : রোজকার খাবারেও আনুন টুইস্ট
আপনি কী চান আপনার রোজকার খাদ্য তালিকায় একটা হাল্কা টুইস্ট আসুক? বাঙালিদের রোজকার খাদ্যতালিকায় ডাল থাকবে না তা কী হয়? কিন্তু সেই রোজকার বাঙালি মুগ, মুসুর, কলাই, অড়হর ডালে যদি একঘেয়েমি এসে যায় তাহলে হারিয়ে যাওয়া স্বাদের রুচি ফেরাতে আমরা আপনাকে সাহায্য করতে পারি। রোজকার সেই একঘেয়েমি থেকে বেরিয়ে একটু অন্যভাবে চেখে দিন সিন্ধি স্বাদের ডাল।

আজ আমরা মশলাদার সিন্ধি ডাল বানাব। ঠিকমতো ফোড়ন লাগানোটা সবচেয়ে জরুরি অংশ ডাল রান্নার ক্ষেত্রে। আর এখানেই এই সিন্ধি ডালের টুইস্ট।

চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন সহজ মশলাদার সিন্ধি ডাল

পরিবেশন - ৩-৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ২০ মিনিট
রান্নার সময় - ১৫ মিনিট

উপকরণ

  • ছোলার ডাল - ১ কাপ
  • নুন - স্বাদমতো
  • সাদাতেল - ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো - ১ চা চামচ
  • তেল - ২ টেবিলচামচ
  • পেঁয়াজ - ১টি (মিহি করে কুচনো)
  • জিরে - ১ চা চামচ
  • কারিপাতা - ১০টি পাতা
  • কাঁচালঙ্কা - ৩টি
  • লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
  • আমচুর - ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ
  • জল - ৩ কাপ

প্রণালী

  • ভাল করে ডাল ধুয়ে নিন।
  • ২-৩ ঘন্টা ডাল ভিজিয়ে রাখুন।
  • এবার একটি প্রেসার কুকারে নুন, হলুদ ও জল দিয়ে কম আঁচে ছোলার ডাল সিদ্ধ করে নিন। ৩ টি হুইসল দিয়ে নেবেন।
  • ডাল সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন।
  • অন্য একটি পাত্রে তেল দিন। তেল গরম হলে তাতে জিরে এবং কারিপাতা ফোড়ন দিন। এর পরে কাঁচা লঙ্কা চিরে প্যানে দিয়ে দিন।
  • লাললঙ্কা গুঁড়ো দিন। এবার ভাল করে ভাজুন।
  • সিদ্ধ ডালের মধ্যে এই ফোরনটা দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন।
  • এতে আমচুর গুঁড়ো এবং গরমমশলা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • এবার আবার একটি জায়গায় ১ টেবিল চামচ তেল নিন। তাতে জিরে, কারিপাতা এবং পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিন। ভাল করে ৩-৪ মিনিট ভাজুন।
  • একটি বাটি ফোরন দেওয়া ডালটি ঢেলে নিন। তাতে দ্বিতীয় ফোড়ন যেটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে দিন।
  • বাকি পেঁয়াজকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
English summary

Spicy Sindhi Dal Recipe

Spicy Sindhi Dal Recipe
Story first published: Friday, August 29, 2014, 18:51 [IST]
X
Desktop Bottom Promotion