For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বানান পনিরের এই নতুন আইটেম, দেখুন রেসিপি

Posted By:
|

নিরামিষ খাবার বলতে সবার প্রথমে পনিরের কথাই মাথায় আসে। লাঞ্চ হোক বা ডিনার, ভাত-রুটির সাথে যদি থাকে পনিরের তরকারি তাহলে তো কথাই নেই! সেদিনের খাওয়া পুরো জমে যায়। আজ আমরা আপনাদের পনিরের একটি নতুন রেসিপি জানাব। যারা পনির খেতে খুব ভালবাসেন তাদের এই রেসিপিটি খুবই পছন্দ হবে, যার নাম টমেটো পনির। তাহলে দেখে নিন রেসিপি -

Paneer Tomato Gravy Recipe

উপকরণ

৪০০ গ্রাম পনির

৩টি পেঁয়াজ

স্বাদমতো লবণ

৪ চামচ মাখন

৩ কাপ টমেটো পিউরি

দেড় চামচ আদা ও রসুন পেস্ট

পরিমাণমতো গোলমরিচ

৪টি কাঁচা লঙ্কা

আরও পড়ুন : রেস্টুরেন্টের মতো ডাল মাখানি খেতে চান? রেসিপি দেখে বানিয়ে ফেলুন চটপট

তৈরির পদ্ধতি

১) প্রথমে ছোট ছোট করে পনির কেটে নিন। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাও কেটে রাখুন।

২) একটি বড় পাত্রে গরম জল নিন এবং তাতে নুন দিয়ে কেটে রাখা পনির দিন। ১০ মিনিট পরে জল থেকে পনির তুলে নিন। এতে করে পনির নরম হয়ে যাবে।

৩) এবার মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে তাতে মাখন দিন।

৪) এরপর তাতে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কাটা দিন এবং হালকা ভাজুন।

৫) এবার তাতে টমেটো পিউরি ঢালুন এবং মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত একদম অল্প আঁচে রান্না করুন।

৬) এবার এতে আদা-রসুনের পেস্ট মিশিয়ে ঢেকে দিন ১০ মিনিটের জন্য।

৭) গোলমরিচ এবং লবণ দিয়ে ২-৩ মিনিট আরও রান্না করুন।

৮) এবার পনিরের টুকরোগুলি দিয়ে ভালভাবে মিক্স করুন এবং কিছুক্ষণ রান্না করে নিন।

৯) তারপর ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
English summary

Paneer Tomato Gravy Recipe | How to make Tomato Paneer Curry in Bengali

If you love paneer and want to try some recipes at home for a delicious meal, then you can prepare paneer in tomato gravy.
X
Desktop Bottom Promotion