For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mashed Potato Omelette Recipe : আলু ও ডিম দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি এই সুস্বাদু রেসিপিটি!

Posted By:
|

বাঙালির রান্নাঘরে থাকা সবচেয়ে সাধারণ সবজি হল আলু। বেশিরভাগ বাঙালি রান্নাতেই আলুর ব্যবহার হয়ে থাকে, সে বিরিয়ানি হোক কিংবা মাংস। তরকারিতে আলু থাকলে, সেই খাবারের টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়! বাঙালির খাদ্যতালিকায় আলু ছাড়া রান্না খুব কমই পাবেন। সে লাঞ্চ হোক বা বিকেলের টিফিন, আলুর যেকোনও একটা রেসিপি সারাদিনের খাদ্যতালিকায় থাকা চাই-ই-চাই!

তাই আজ আমরা আপনাদের জন্য আলুর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম ম্যাশড পটেটো অমলেট। আলুর সাথে ডিম দিয়ে তৈরি এই খাবারটি একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। তাহলে ঝটপট দেখে নিন রেসিপিটি।

Mashed Potato Omelette Recipe

ম্যাশড পটেটো অমলেট তৈরির উপকরণ

চারটি ডিম

চারটি আলু

এক কাপ মোজারেলা

চার টেবিল চামচ দুধ

দুই চা চামচ মাখন

স্বাদমতো নুন

প্রয়োজনমতো গোলমরিচ গুঁড়ো

আরও পড়ুন : বাড়িতেই কোল্ড কফি বানান এই পদ্ধতিতে, রইল রেসিপি

ম্যাশড পটেটো অমলেট তৈরির পদ্ধতি

১) ম্যাশড পটেটো অমলেট তৈরির জন্য, সর্বপ্রথমে গ্যাসে সসপ্যান বসিয়ে তাতে জল দিয়ে আলু সেদ্ধ করে নিন।

২) আলু সেদ্ধ হয়ে গেলে সেগুলি ছাড়িয়ে ম্যাশ করে নিন।

৩) অন্য একটি পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে ভাল করে ফেটান। হয়ে গেলে এক পাশে রেখে দিন।

৪) এবার আরেকটি পাত্রে ডিমের কুসুমগুলো নিয়ে ব্লেন্ড করুন এবং আলুর সাথে ভাল করে মেশান।

৫) এবার এই মিশ্রণে দুধ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। আরেকটি জায়গায় মোজারেলা গ্রেট করে নিয়ে এক পাশে রেখে দিন।

৬) এই মিশ্রণেই ডিমের সাদা অংশ, নুন ও গোলমরিচ গুঁড়ো দিন।

৭) এরপর গ্যাসে প্যান বসিয়ে মাঝারি আঁচে মাখন গরম করুন।

৮) তারপর তাতে ব্যাটারটি ঢেলে দিন।

৯) যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাল করে ভাজুন। এর উপরে মোজারেলা ছড়িয়ে দিন। তারপর অন্য দিকটা উল্টে দিন। এইভাবে দু'দিকেই ভাল করে ভাজুন।

১০) হয়ে গেলে মেয়োনিজ বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
English summary

Mashed Potato Omelette Recipe | How to Make Mashed Potato Omelette Recipe

Here's how you can make Mashed Potato Omelette recipe easily at home explained in detail with step-by-step instructions! Read on.
Story first published: Tuesday, June 15, 2021, 8:48 [IST]
X
Desktop Bottom Promotion