For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উৎসবের মরশুম স্পেশ্যাল গার্লিক চিকেন উইথ থাইম

Posted By:
|

মুরগীর মাংস হচ্ছে এমন একট উপকরণ যা রোজকার পাত থেকে বিশেষ অনুষ্ঠানের পদে জায়গা করে নিতে পারে। আবার ধরুন দুর্গাপুজো হোক বা বড়দিন মুরগীর মাংস ভিন্নভাবে ব্যবহার করে আপনি বানাতে পারেন কখনও ভারতীয় ঘরানার খাবার ও কখনও বা বিদেশি বা কন্টি।

বড়দিন আর নিউ ইয়ারের মরশুমে আপনি কখনওই মুরগীর ঝোল খেতে চাইবেন না। এখন দরকার একটু বিদেশিয়ানা। আর চাই আজ আমরা বানাব গার্লিক চিকেন উইথ থাইম।

উৎসবের মরশুম স্পেশ্যাল গার্লিক চিকেন উইথ থাইম

তাহলে আসুন চটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন গার্লিক চিকেন উইথ থাইম

পরিবেশন - ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ৪০ মিনিট

উপকরণ

  • মুরগীর মাংসের ব্রেস্ট - ১ কেজি (মাঝারি আকারের টুকরো করে কাটা)
  • রসুনের কোয়া - ৬টি
  • শুকনো থাইম - ৩ চা চামচ
  • অলিভ ওয়েল - ৩ টেবিল চামচ
  • ১ টি লেবুর রস
  • নুন - স্বাদমতো
  • গোলমরিচ - ১ চা চামচ
  • চিকেন স্টক - ১/২ কাপ

প্রণালী

  • ৪৫০ ডিগ্রি ফারেনহাইটে মাইক্রোওভেন প্রিহিট করুন।
  • রোস্টিং বা গ্রিলিং প্যানটিও ঢুকিয়ে দিন।
  • একটি পাত্রে তাতে অলিভ অয়েল দিয়ে গরম করুন। তাতে , নুন, গোলমরিচ,থাইম দিন।
  • এতে রসুনগুলো হাল্কা হাতে থেঁতো করে দিয়ে দিন। ভালকরে নাড়াচাড়া করুন যাতে রসুন ভালমতো মিশে যায় তেল ও থাইমের সঙ্গে।
  • এবার এতে মাংসটা দিয়ে হাল্কা আঁচে ১০ মিনিট ভেজে নিন।
  • এবার এই মাংসটা ওভেন থেকে বার করা গরম প্যানে স্থানান্তরিত করুন।
  • এবার উপর থেকে, চিকেন স্টক এবং লেবুর রস দিয়ে একটি স্প্যাচুলা বা চামচের সাহায্যে ভাল করে মিশিয়ে নিন।
  • ৩০ মিনিট প্রিহিট করা মাইক্রোওভেনে রান্না করুন।
  • ৩০ মিনিট হয়ে গেলে বের করে একবার নাড়িয়ে নিয়ে আবার মাইক্রোওভেনে গ্রিল মোডে ৫ মিনিটের জন্য দিয়ে দিন।
  • এবার মাইক্রো ওভেন বন্ধ করে আপও ৫ মিনিট রেস্টিংয়ে রাখুন ।
  • হয়ে গেলে মাংসের টুকরো গুলি তুলে পরিবেশন করুন।
  • প্যানের অতিরিক্ত তরলটিকে সস বা ডিপ হিসাবে ব্যাবহার করতে পারেন।
  • আপনি চাইলে স্টির ফ্রাই ভেজিটেবলের সঙ্গেও পরিবেশন করতে পারেন।
  • গরম গরম পরিবেশন করুন।
[ of 5 - Users]
English summary

Festive Season Spcl: Garlic Chicken With Thyme

Festive Season Spcl: Garlic Chicken With Thyme
Story first published: Monday, December 29, 2014, 12:37 [IST]
X
Desktop Bottom Promotion