Just In
Don't Miss
বাড়িতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ড্রাই ফ্রুট শেক, রইল রেসিপি
ড্রাই ফ্রুটস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। অনেক চিকিৎসকও বলেন ড্রাই ফ্রুটস খাওয়ার কথা। মেদ ঝরাতে ড্রাই ফ্রুটস খুবই উপকারি। এছাড়াও, মেটাবলিজম বাড়াতে, খারাপ কোলেস্টেরল হ্রাস করতে, লিপিডের স্তর নামিয়ে রাখতেও অত্যন্ত কার্যকরী। অনেকেই মনে করেন বাদাম ও ড্রাই ফ্রুটস খেলে বোধ হয় মেদ বাড়ে। কিন্তু সঠিক নিয়ম মেনে এগুলি খেলে অনেক উপকারে লাগে। তবে অনেকেই ড্রাই ফ্রুটস শুধু খেতে পছন্দ করেন না। তাই আজ আমরা আপনাদের ড্রাই ফ্রুটস নিয়ে একটি রেসিপি বলব, যা খেতেও অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও ভাল। তাহলে আসুন জেনে নেওয়া যাক ড্রাই ফ্রুট শেক-এর রেসিপি।
উপকরণ
তিন কাপ ঠান্ডা দুধ
৮টা পেস্তা
১টি আখরোট
৮টি কাজুবাদাম
১০টি কিসমিস
আধা চা চামচ এলাচ গুঁড়ো
৩টি ডুমুর এবং খেজুর (দুধে ভেজানো)
২ টেবিল চামচ মধু
স্বাদমতো চিনি
৩ চামচ ভ্যানিলা এসেন্স
আরও পড়ুন : রান্নাঘরে থাকা নামমাত্র জিনিস দিয়েই তৈরি হবে ম্যাঙ্গো স্মুদি, দেখে নিন রেসিপিটি
ড্রাই ফ্রুট শেক তৈরির পদ্ধতি
১) প্রথমে মিক্সিতে ভেজানো ডুমুর এবং খেজুরসহ সবকটি ড্রাই ফ্রুটস এবং দুধ ঢেলে পিষে নিন।
২) এবার তাতে এলাচ গুঁড়ো, মধু এবং স্বাদমতো চিনি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।
৩) তারপর তাতে ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন।
৪) শেক তৈরি হওয়ার সাথে সাথে এটি পরিবেশন করবেন না। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।
৫) আধা ঘণ্টা পরে এটি গ্লাসে ঢেলে, উপরে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন।