For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চালের পায়েস তো প্রায়ই খাওয়া হয়, এবার চেখে দেখুন ডাবের পায়েস

Posted By:
|

জন্মদিন হোক বা পুজো-পার্বণ, বাঙালির যে কোনও শুভ অনুষ্ঠানের মেনুতে পায়েস থাকবেই থাকবে। পায়েস খেতে ভালবাসেন না, এমন মানুষ হাতে গোনা। বেশিরভাগ সময়ই আমরা চালের পায়েস, সিমাইয়ের পায়েস খেয়ে থাকি। কখনও কখনও ছানার পায়েসও খেয়ে থাকবেন। কিন্তু ডাবের পায়েস খেয়েছেন কি? নতুন ধরনের এই পায়েস চেখে দেখতে পারেন একবার, বেশ লাগবে! রইল রেসিপির হদিশ।

Daber Payesh Recipe

ডাবের পায়েস তৈরির উপকরণ

এক লিটার দুধ

এক বাটি ডাবের শাঁস

১০০ গ্রাম ছানা

সামান্য গোলাপ জল

স্বাদমতো চিনি

৫০ গ্রাম কনডেন্সড মিল্ক

কয়েকটা পেস্তা

কয়েকটা কাজুবাদাম ও কিশমিশ

এক চিমটে এলাচ গুঁড়ো

আরও পড়ুন : মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠালের পায়েস, রইল রেসিপি

ডাবের পায়েস তৈরির পদ্ধতি

১) প্রথমে দুধ জ্বাল দিতে বসান। ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেবেন।

২) একটি বড় শাঁসযুক্ত ডাবের জলটা বার করে নিন। এবার শাঁসটা বার করে মিক্সিতে পিষে নিন।

৩) ছানা জল ঝরিয়ে ভাল করে মেখে রাখবেন। ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখবেন।

৪) এর পর দুধের মধ্যে গোলাপ জল, চিনি, কনডেন্সন্ড মিল্ক দিয়ে ফোটান আরও কিছুক্ষণ।

৫) মিশ্রণটি ফুটে ঘন হয়ে এলে তাতে ছানা দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। এর পর ডাবের শাঁস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৬) পায়েস তৈরি হয়ে এলে উপর থেকে পেস্তা, কাজু ও কিশমিশ ছড়িয়ে মিশিয়ে নিন ভাল করে। তারপর আঁচ বন্ধ করে দেবেন।

৭) এক চিমটে এলাচ গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে দেবেন, তাহলে পায়েস আরও সুস্বাদু হবে।

[ of 5 - Users]
English summary

Daber Payesh Recipe In Bengali

Here is the simple and delicious Daber Payesh Recipe in bengali. Know more.
Story first published: Wednesday, July 27, 2022, 1:02 [IST]
X
Desktop Bottom Promotion