For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিকেলের চায়ের সাথে খান মুখরোচক ফিশ বল, দেখে নিন রেসিপি

Posted By:
|

মাছ খেতে সব বাঙালিই পছন্দ করে। বিভিন্ন রকম মাছ দিয়ে বিভিন্ন পদ তৈরি করা প্রত্যেক বাঙালিরই খুব শখের। লাঞ্চ, ডিনারের পাশাপাশি বিকেলের টিফিনেও যদি মাছের কোনও আইটেম থাকে, তাহলে মন খুশিতে ভরে ওঠে। বিকেলের চায়ের সঙ্গে মাছের কোনও মুখরোচক আইটেম থাকলে তো কথাই নেই! ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই সাধারণত আমরা খেয়েই থাকি। তাই আজ আমরা আপনাদের জানাব ফিশ বল-এর রেসিপি।

Crispy Fried Fish Balls Recipe

উপকরণ

পরিমাণমতো জল
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন
পরিমাণমতো তেল
১ চা চামচ আদা কুচি
১ চা চামচ রসুন কুচি
একটা পেঁয়াজ কুচি
১ চা চামচ রেড চিলি ফ্লেক্স
১টা সেদ্ধ আলু
পরিমাণমতো ধনে পাতা কুচি
২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
পরিমাণমতো জল
ব্রেড ক্রাম্বস

আরও পড়ুন : বাড়িতেই বানান রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই, দেখুন রেসিপি

তৈরির পদ্ধতি

১) একটি পাত্রে পরিমাণমতো জল নিয়ে তাতে নুন ও হলুদ মিশিয়ে নিন। তাতে ছোট ছোট টুকরো করে কেটে রাখা মাছগুলি দিয়ে সেদ্ধ করুন।

২) এরপর সেদ্ধ করা মাছ থেকে কাঁটা বার করে দিন।

৩) ফ্রাইং প্যানে তেল গরম করে আদা-রসুন ও পিঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিন।

৪) তারপর তাতে সেদ্ধ করা মাছগুলি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর তাতে রেড চিলি ফ্লেক্স, নুন, সেদ্ধ করে মেখে রাখা আলু দিয়ে ভালভাবে মেশান।

৫) তারপর তাতে ধনে পাতা দিয়ে নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন।

৬) এরপর অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার, জল দিয়ে ভালভাবে মিশ্রিত করুন। আরেকটি পাত্রে ব্রেড ক্রাম্বস রাখুন।

৭) এরপর ম্যারিনেট করে রাখা মাছ ছোট ছোট বলের আকারে গড়ে নিন।

৮) কর্নফ্লাওয়ার ব্যাটারে ভালভাবে ডুবিয়ে, ব্রেড ক্রাম্বস-এ মেখে গরম তেলে ফিস বলগুলো দিয়ে ভাজুন। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভাজতে থাকুন।

৯) এরপর নামিয়ে সস ও মেয়োনিজের সাথে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
English summary

Crispy Fried Fish Balls Recipe

Crispy Fried Fish Balls are the perfect snack recipe, which is a perfect culinary delight to impress a die-hard fish lover. Follow the simple steps given below and give it a try!
Story first published: Saturday, February 20, 2021, 19:27 [IST]
X
Desktop Bottom Promotion