For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোঁরা স্টাইল চিকেন কবিরাজি কাটলেট

Posted By:
|

খুব কম নন-ভেজিটেরিয়ান মানুষই আছেন যারা চিকেন পছন্দ করেন না। চিকেনের যেকোনও রেসিপি খেতেই সুস্বাদু, চিকেনের সাধারণ ঝোল থেকে শুরু করে চিকেন কাটলেট অবধি। আজ আমরা আপনাদের চিকেন কবিরাজি কাটলেটের রেসিপি জানাব। এটি একটি বিশেষ ধরণের চিকেন কাটলেট যা ডিম এবং ব্রেড ক্রাম্ব দিয়ে তৈরি করা হয়। এটি যেমন স্পাইসি তেমনই ক্রিসপিও হয়। সন্ধ্যেবেলায় বন্ধুবান্ধব থেকে আত্মীয়-পরিজনের সঙ্গে চায়ের আড্ডায় এই সুস্বাদু খাবারটি রাখতেই পারেন।

Chicken Kabiraji Cutlet Recipe

ভাবছেন কীভাবে বানাবেন এটি? ঘরে প্রয়োজনীয় উপকরণ থাকলে এটি বানানো তেমন কিছু কঠিন নয়। তাই, চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরার স্টাইলে চিকেন কবিরাজি কাটলেট। দেখে নিন রেসিপি -

উপকরণ

ক) চিকেন কিমা - ২৫০ গ্রাম

খ) আদা বাটা - ১ চামচ

গ) পেঁয়াজ কুচি - ১টা

ঘ) রসুন বাটা - ১ চামচ

ঙ) গোলমরিচ গুঁড়ো - আধ চামচ

চ) কুচনো ধনেপাতা - ৩ টেবিল চামচ

ছ) গরম মশলা গুঁড়ো - ১ চামচ

জ) কুচনো কাঁচালঙ্কা - ২-৩টি

ঝ) চাট মশলা - আধ চা চামচ

ঞ) নুন - স্বাদমতো

ট) ব্রেড ক্রাম্ব - ২ টেবিল চামচ

আরও পড়ুন : মুখের স্বাদ বদলাতে এবার রেস্টুরেন্ট নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন স্প্রিং রোল

কভারেজ-এর জন্য যা যা লাগবে

ক) ডিম - ৩টি

খ) নুন - স্বাদমতো

গ) গোলমরিচ গুঁড়ো - ১ টেবিল চামচ

ঘ) কর্নফ্লাওয়ার - ২ টেবিল চামচ

ঙ) জল - পরিমাণমতো

যেভাবে বানাবেন

ক) চিকেন কিমা, পেঁয়াজকুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা, ধনেপাতা, গরম মশলা, চাট মশলা, ব্রেড ক্রাম্ব, নুন, গোলমরিচ একসঙ্গে ভাল করে মেখে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

খ) তারপর সেটি নিয়ে পছন্দসই আকারে কাটলেট বানান।

গ) কাটলেটের উপরে ভালভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন।

ঘ) অন্য একটি পাত্রে ডিম, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, জল ভাল করে ফেটিয়ে নিন।

ঙ) এরপর কড়াইতে তেল গরম করে ক্রাম্ব কোটেড কাটলেটগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিন।

চ) কাটলেটের দুটো পিঠ ভাল করে ভাজুন।

ছ) এবার ডিমের গোলাটা ধীরে ধীরে কাটলেটের উপর ঢালুন। সঙ্গে সঙ্গে মিশ্রণটায় প্রচুর ফেনা তৈরি হবে।

জ) এর সঙ্গে সঙ্গেই ফ্রায়েড এগের ঝুরি দিয়ে কাটলেটটাকে মুড়ে নিন।

ঞ) তারপর সস আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবশন করুন।

[ of 5 - Users]
English summary

Chicken Kabiraji Cutlet Recipe

Chicken cutlets are a dish loved by all. But it we are talking about the special Bengali recipe of Kabiraji cutlet, then it is a delicacy par excellence.
X
Desktop Bottom Promotion