For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গর্ভাবতী অবস্থায় অনুষ্কার ‘শীর্ষাসন’, জানুন প্রেগনেন্সির ক্ষেত্রে এটি কতটা উপকারি

|

প্রেগনেন্সির সময়েই শীর্ষাসন করছেন অনুষ্কা শর্মা এবং তাঁকে সাহায্য করছেন বিরাট কোহলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এই ছবিতে অনুষ্কার বেবি বাম্পও দৃশ্যমান। বিরাট খুব যত্ন সহকারে তাঁর দু'টি পা ধরে রেখে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন। অনুষ্কা জানিয়েছেন যে, প্রেগনেন্সির সময় সঠিক পদ্ধতিতে এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি। এই সবটাই তিনি তাঁর ডাক্তার এবং যোগব্যায়াম শিক্ষকের তত্ত্বাবধানে করছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক শীর্ষাসন করার উপকারিতা সম্পর্কে।

Benefits Of Shirshasana Yoga Pose During Pregnancy In Bengali

গর্ভাবস্থায় শীর্ষাসন

গর্ভাবস্থায় শীর্ষাসন

গর্ভাবস্থায় মহিলাদের দেহে হরমোনাল পরিবর্তন খুব দ্রুত ঘটে। এতে তাদের মেজাজ বারবার পরিবর্তন হতে থাকে। কখনও দু:খ, কখনও অস্বস্তি, কখনও বা রাগ করতে দেখা যায়। শীর্ষাসনের মাধ্যমে হরমোনের দ্রুত উত্থান-পতন এবং মেজাজের পরিবর্তন নিয়ন্ত্রণ করা যায়।

শীর্ষাসনের উপকারিতা

শীর্ষাসনের উপকারিতা

১) শীর্ষাসন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এনার্জেটিক করে তোলে। মস্তিস্কে ব্লাড সার্কুলেট করে।

২) পিটুইটারি এবং পিনিয়াল গ্রন্থির ক্ষরণ নিয়মিত করে। স্মৃতিশক্তি, একাগ্রতা, আনন্দ, নির্ভীকতা, আত্মবিশ্বাস এবং ধৈর্য বাড়ায়।

৩) এই আসনটি করার ফলে ত্বক উজ্জ্বল হতে শুরু করে এবং রিঙ্কেলস দূর হয়।

শীর্ষাসন করার পদ্ধতি

শীর্ষাসন করার পদ্ধতি

সর্বপ্রথমে আপনার দুই পা মুড়ে হাঁটু গেড়ে বসুন। এরপর কনুই থেকে দুই হাত মেঝেতে রেখে হাতের আঙুলগুলো পরস্পরের মধ্যে শক্তভাবে ধরুন। এবার মাথা হাতের ফাঁকে হাঁটুর কাছে নীচে রাখুন। তারপর মাথা ও কনুইয়ের উপর ভর দিয়ে শ্বাস নিতে নিতে ভাঁজ করা পা দুটো উপরে তুলুন। এবার পা দুটো জোড়া অবস্থায় রেখেই ধীরে ধীরে সোজা করুন এবং শ্বাস ছাড়ুন। এইভাবে দেহ একই সরলরেখায় থাকবে। দেহের ওজন মাথার উপর পড়বে এবং কোমর, হাত ও কনুইয়ের উপর দেহের ভারসাম্য থাকবে।

আরও পড়ুন : গর্ভবতী অবস্থাতেই সুইমিং পুলে অনুষ্কা শর্মা, জানুন গর্ভাবস্থায় সাঁতারের উপকারিতা সম্পর্কে

English summary

Benefits Of Shirshasana Yoga Pose During Pregnancy In Bengali

Shirshasana (headstand) increases blood supply to the head, therefore is beneficial for brain function and all sensory organs in the head.
X
Desktop Bottom Promotion