For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আয়ু বাড়াতে চান? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৪ খাবার!

|

সুস্থ ভাবে বাঁচার জন্য সবচেয়ে জরুরি হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। দৈনন্দিন কী খাচ্ছেন, তার উপর নির্ভর করছে আপনার শরীরের হাল কেমন থাকবে। এমন অনেক খাবার আছে, যেগুলি শরীরের জন্য ক্ষতিকর জেনেও আমরা ছাড়তে পারি না। ফলে একটু একটু করে আমরা নিজেরাই নিজেদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছি।

These common foods can silently reduce lifespan

দীর্ঘায়ু পেতে হলে খাদ্যাভ্যাসে আনতে হবে বড় ধরনের বদল। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবার আমাদের আয়ু কমিয়ে দিতে পারে -

প্রসেসড এবং প্যাকেজড খাবার

প্রসেসড এবং প্যাকেজড খাবার

বার্গার, চিপস, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, ডোনাট, প্যাকেজড ব্রেড, কেক, ক্যান্ডির মতো খাবার সকলেই পছন্দ করেন। কিন্তু এই অতি প্রক্রিয়াজাত খাবার বা জাঙ্ক ফুড খেতে ভাল লাগলেও, আমাদের স্বাস্থ্যের জন্য এগুলি খুবই ক্ষতিকর।

প্যাকেটজাত এবং প্রক্রিয়াজাত খাবারে অ্যাডিটিভ, প্রিজারভেটিভ, অতিরিক্ত লবণ, ট্রান্স ফ্যাট এবং চিনি থাকে, যা স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবার বেশি খেলে ডায়াবেটিস, হার্টের রোগ, পালমোনারি ডিজিজ, ডিমেনশিয়া, পারকিনসন এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ে।

চিনি

চিনি

যে কোনও পানীয় বা রান্নায় একটু চিনি পড়লে খেতে খুব সুস্বাদু হয়। কিন্তু চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর। রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে চিনি, ফলে ডায়াবেটিসের আশঙ্কা থেকে যায়। এছাড়া, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে চিনি না খাওয়াই ভাল। চিনি খেলে শরীরে ক্যালোরিও জমাট বাঁধে।

লবণ

লবণ

লবণ ছাড়া কোনও খাবারই খাওয়া সম্ভব নয়। কিন্তু তাই বলে অত্যধিক নুন খাওয়াও আবার মারাত্মক সব রোগের জন্ম দিতে পারে। বিভিন্ন ধরনের ফ্রায়েড ফুড, তেলেভাজা ও মুচমুচে খাবারে প্রচুর পরিমাণে লবণ থাকে। এগুলি বেশি খেলে রক্তচাপের ঝুঁকি বাড়ায়, হার্টের সমস্যা এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। নুনে থাকা সোডিয়াম হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপের কারণ হয়।

ময়দা

ময়দা

বেশিরভাগ মুখরোচক খাবারের মূল উপাদানই হল ময়দা। কিন্তু আপনি কি জানেন, রান্নাঘরের এই চেনা উপকরণটিই ডেকে আনতে পারে নানা বিপদ? ময়দা বেশি খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম, অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে। ময়দায় থাকা গ্লুটেন হজম প্রক্রিয়া ব্যাহত করে। ঠিক মতো পেট পরিষ্কার হয় না। বহু দিন ধরে এমন চলার ফলে হজম এবং অন্ত্রের রোগ হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া, ময়দা ওজন বৃদ্ধির মূল কারণ।

English summary

These common foods can silently reduce lifespan in bengali

Here are some foods that can ruin your healthy eating attempts and drag you one step closer to death.
X
Desktop Bottom Promotion