For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) 'প্যাসিভ স্মোকিং'-এ অভ্যস্ত? জানুন এর ক্ষতিকর প্রভাব

|

ধূমপান করা এমনিতেই স্বাস্থ্যের পক্ষে হানিকারক। প্রতিটি সিগারেটের প্যাকেটেই এমন লেখা থাকে। তবে সে সতর্কবাণীর ধার ধারেন না ধূমপায়ীরা। নিমেষে প্যাকেটের পর প্যাকেট সিগারেট ধোঁয়া হয়ে উড়ে যায় বাতাসে। [জেনে নিন কোন অভ্যাস আপনার অজান্তে কিডনির ক্ষতি করছে]

প্রতিটি ঘরেই কেউ না কেউ ধূমপানে অভ্যস্ত। তবে যিনি ধূমপান করছেন, তার যেমন ক্ষতি হচ্ছে, পাশে বসে থাকা মানুষটিরও সমান ক্ষতি হচ্ছে 'প্যাসিভ স্মোকিং' করে। সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর এই প্রক্রিয়া। [বয়স ধরে রাখতে চান? জেনে নিন কী করবেন]

বাড়ির বড় কোনও ব্যক্তি ধূমপানে অভ্যস্ত হলে তার স্ত্রী ও ছেলেমেয়েরা না চাইতেও ধূমপানে শামিল হন প্যাসিভ স্মোকিং করে। নিচের স্লাইডে জেনে নিন, ধূমপানের ঠেলায় কী ক্ষতি হচ্ছে 'প্যাসিভ স্মোকার'-দের। [জেনে নিন কোন অভ্যাস আপনার হার্টকে অসুখের দিকে ঠেলছে]

ফুসফুসে ক্যানসার

ফুসফুসে ক্যানসার

ধূমপায়ীদের পাশে বসা মানুষদেরও কিন্তু ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে সম্ভাবনা বাড়ে প্রায় ২০-৩০ শতাংশ। ধূমপানের পর ছাড়া ধোঁয়ায় ৪ হাজার রাসায়নিক থাকে যার মধ্যে ৬৯ টি ক্যানসারের অনুঘটক।

হাঁপানি

হাঁপানি

গবেষণায় প্রমাণিত, যেসমস্ত মানুষকে ধূমপায়ীদের পাশে বসে বিষাক্ত ধোঁয়া শরীরে পুরতে হয়, তারা হাঁপানিতে আক্রান্ত হন বেশি।

হার্টের অসুখ

হার্টের অসুখ

পরীক্ষায় প্রমাণিত যে ধূমপান না করলেও 'প্যাসিভ স্মোকার'-দের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক

'প্যাসিভ স্মোকিং' করলে রক্ত জমাট বেঁধে যায়। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি পায়।

অসময়ে মৃত্যু

অসময়ে মৃত্যু

গর্ভবতী অবস্থায় ধূমপান করলে বা 'প্যাসিভ স্মোকিং' করলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। এমনকী 'প্যাসিভ স্মোকার'-দের আয়ুও অনেক কমে আসে।

শিশুমৃত্যু

শিশুমৃত্যু

সদ্যোজাত শিশুর সামনে ধূমপান করলে এমনকী শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।

বাচ্চাদের ওজন কম হয়

বাচ্চাদের ওজন কম হয়

গর্ভবতী অবস্থায় ধূমপান করলে বা 'প্যাসিভ স্মোকিং' করলে সময়ের অনেক আগে বাচ্চার জন্ম হতে পারে। এমনকী জন্ম নেওয়া শিশুর ওজনও মারাত্মক কম হতে পারে।

বাচ্চাদের বধীর হওয়া

বাচ্চাদের বধীর হওয়া

শিশুরা 'প্যাসিভ স্মোকিং' করলে অল্প বয়সে কানে শোনার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।

স্থূলতা

স্থূলতা

'প্যাসিভ স্মোকার'-দের মোটা হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে।

শ্বাস-প্রশ্বাসের অসুবিধা

শ্বাস-প্রশ্বাসের অসুবিধা

'প্যাসিভ স্মোকার'-দের শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হওয়া খুবই সাধারণ ব্যাপার। যত দিন যাবে, সমস্য়া ততই বাড়বে।

English summary

Effects Of Passive Smoking

Effects Of Passive Smoking
X
Desktop Bottom Promotion