For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) COPD রোগের এই পূর্ব লক্ষণগুলি একেবারে এড়িয়ে যাবেন না

|

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সংক্ষেপে COPD রোগ সম্পর্কে অনেকেই বিশদে জানেন না। এই রোগে ফুসফুসে সংক্রমণের ফলে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। [দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস']

যদি সময়মতো চিকিৎসা না করা যায় তাহলে এই রোগ মারাত্মক আকার নিতে পারে। মূলত ধূমপান ও বায়ুদূষণের কারণেই এই রোগ বাসা বাঁধে মানুষের শরীরে। এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি না করা পর্যন্ত এই রোগ ধরা পড়ে না। [কোন জিনিস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে]

তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, এই রোগের কিছু পূর্বলক্ষণ রয়েছে। সেগুলিকে এড়িয়ে না গিয়ে যথাযথ ব্যবস্থা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। নাহলে এই রোগ প্রাণঘাতী হতে পারে। [হার্ট অ্যাটাকের মুহূর্তে একলা থাকলে কি করবেন?]

নিচের স্লাইডে দেখে নিন, COPD রোগের কোন পূর্বলক্ষণগুলিকে একদম এড়িয়ে চলা উচিত নয়। [ডায়বেটিস থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়]

অবিরাম কাশি

অবিরাম কাশি

এই রোগে অবিরাম কাশতে থাকে রোগী। ঘন ঘন কফ উঠতে থাকে গলা দিয়ে। যদি সপ্তাহের বেশি সময় ধরে এমন চলতে থাকে তাহলে অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হোন।

শ্বাস কষ্ট

শ্বাস কষ্ট

শ্বাস কষ্ট বা শ্বাস কম পড়া এর অন্যতম লক্ষণ। শরীরচর্চা করার সময়ে বা সিঁড়ি দিয়ে ওঠার সময়ে শ্বাসের সমস্যা নিত্যদিনের হয়ে দাঁড়ালে এড়িয়ে যাবেন না।

বেশি কফ ওঠা

বেশি কফ ওঠা

সর্দি-কাশির সময়ে অনেক বেশি পরিমাণে কফ উঠতে থাকলে সাবধান হোন।

জোরে শ্বাস নেওয়া

জোরে শ্বাস নেওয়া

সোঁ সোঁ শব্দ করে শ্বাস নেওয়ায় অভ্যস্ত হলে সেটা অত্যন্ত খারাপ লক্ষণ। যদি শ্বাস নিতে সমস্যা হয় তাহলে আপনার চিকিৎসার প্রয়োজন।

ক্লান্তি

ক্লান্তি

কোনও কারণ ছাড়াই যদি আপনি ক্লান্তি অনুভব করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিদিনের কাজকর্ম করার এনার্জি না পাওয়া, একইসঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হলে সেটা এই রোগের লক্ষণ হতে পারে।

হঠাৎ ওজন কমে যাওয়া

হঠাৎ ওজন কমে যাওয়া

কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া অত্যন্ত খারাপ লক্ষণ। COPD-র অন্যতম লক্ষণ এটি। আপনি এতে আক্রান্ত কিনা সেটা যাচাই করে নিন।

ত্বকের রঙ বদলে যাওয়া

ত্বকের রঙ বদলে যাওয়া

যদি দেখেন শরীরের নানা জায়গা নীল হয়ে যাচ্ছে, অথবা আঙুল বা নখ নীল হয়ে যাচ্ছে, তাহলে চিকিৎসকের কাছে যেতে দেরি করবেন না।

English summary

COPD Symptoms That You Should Not Ignore

COPD Symptoms That You Should Not Ignore
Story first published: Monday, October 26, 2015, 12:51 [IST]
X
Desktop Bottom Promotion