For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাবান বা নেল পলিশের ব্যবহারেও মোটা হয় শরীর, জানাচ্ছে গবেষণা

By Oneindia Bengali Digital Desk
|

নিত্যদিনের ব্যবহৃত কিছু পণ্য যেমন প্লাস্টিক, সাবান বা নেল পলিশের ব্যবহার আমাদের মোটা হওয়ার অন্যতম কারণ বলে উঠে এল গবেষণায়। এতে থাকা রায়াসনিক শরীরে জমে থাকা চর্বির উপরে প্রভাব ফেলে। যা শরীরকে আরও ফুলিয়ে দেয়। ['ফ্ল্যাট' পেট পেতে চাইলে এই খাবারে 'না' বলুন]

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমনই তথ্য সামনে এনেছেন। এইসব নিত্য ব্যবহৃত পণ্যে 'ফ্যালেট' নামে এক ধরনের রায়াসনিক যৌগ থাকে। যা শরীরে প্রবেশ করে মোটা করার পাশাপাশি নানা ধরনের রোগের প্রবণতা বৃদ্ধি করে। [ওজন ঝরাতে ডায়েটে রাখুন এই কম ক্যালোরির খাবার]

সাবান বা নেল পলিশের ব্যবহারেও মোটা হয় শরীর, জানাচ্ছে গবেষণা

এর আগে মানুষের শরীরে এই রায়াসনিক যৌগের উপস্থিতি পাওয়া গিয়েছে। গবেষকেরা দেখতে চেয়েছিলেন, বেনজিল বুলিট ফ্যালেট নামের নির্দিষ্ট রায়াসনিকের প্রভাবেই শরীরের কোশে চর্বি জমার পরিমাণ বাড়ে কিনা। সেজন্য ইঁদুরের উপরে এই পরীক্ষা হয়েছে। [বেশি বা কম ঘুমের ভয়ঙ্কর সাইড এফেক্টস]

এর পাশাপাশি বিজ্ঞানীদের বক্তব্য, পরিবেশগত নানা সমস্যাও মানুষকে স্থূলতার দিকে অনেকটাই এগিয়ে দেয় বলে জানিয়েছেন গবেষেকরা। কিছু কিছু ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রবেশ করে স্থূলতার পাশাপাশি বহু বড় বড় রোগ ডেকে আনে। [এই নিয়ম মেনে চললে হঠাৎ করে মোটা হবেন না]

English summary

Chemicals in soap, nail polish may lead to obesity : Study

Chemicals in soap, nail polish may lead to obesity : Study
Story first published: Saturday, April 23, 2016, 13:07 [IST]
X
Desktop Bottom Promotion