For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) বয়স ধরে রাখতে চান? এই খাবারগুলি রাখুন রোজকার ডায়েটে

|

শরীরে বয়সের ছাপ পড়বে না এমন ব্যাপার কে না চায়। সবাই চায় নিজেকে আর একটু সুন্দর দেখতে লাগুক। তেমনই বয়সকেও লাগাম পরাতে চায় সকলেই।

তবে কমবয়সী দেখাতে চাইলে শুধু প্রসাধনী ব্যবহার করলেই চলবে না। কিছু খাবারকে নিজের নিত্যদিনের ডায়েটে স্থান দিতে হবে। তাহলেই আপনার দুই কুড়ি বয়স, এক কুড়িতে নেমে আসবে।

একইসঙ্গে খেয়াল রাখতে হবে, শুধু খাবার বা ত্বকের চর্চা নয়, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। শরীরের ভিতর থেকে সুন্দর হয়ে উঠলে তার ছাপ আপনার মুখেও পড়বে। এবার নিচের স্লাইডে দেখে নেওয়া যাক, কোন কোন খাবার নিত্যদিনের ডায়েটে রাখলে বয়সকে লাগাম পড়ানো যাবে।

গ্রিন টি

গ্রিন টি

গ্রিন টি-এর মধ্যে রয়েছে নানাবিধ পুষ্টিগুণ ও খনিজ। এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্টস ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখে।

আভোকাদো

আভোকাদো

আভোকাদোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই ও অ্যান্টি-অক্সিডেন্টস যা কোষের দীর্ঘজীবন ধরে রাখতে সাহায্য করে।

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেটের মধ্য়ে রয়েছে কোকো যা নানা ধরনের প্রোটিন ও ভিটামিন-বি এর উৎস। ফলে চুলের স্বাস্থ্য ঠিক রাখা ও অতিরিক্ত মেদ ঝরে যায় এটি খেলে।

কালো জাম

কালো জাম

কালো জামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। যা চামড়ার খসখসে ভাব কাটিয়ে উজ্জ্বল ভাব ফিরিয়ে আনে।

লাল আঙুর

লাল আঙুর

ত্বকের পাশাপাশি শরীরের জন্যও লাল আঙুর অত্যন্ত উপকারী।

সবুজ শাক-সবজি

সবুজ শাক-সবজি

এটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবুজ শাক-সবজিতে রয়েছে ফাইবার, ভিটামিন, খনিজ যা সবদিক থেকেই উপযোগী।

বার্লি ও অন্যান্য শস্য

বার্লি ও অন্যান্য শস্য

বিভিন্ন খাদ্যশস্য ফাইবার ছাড়াও খনিজ, ভিটামিনে ঠাসা যা শরীরের পক্ষে তো উপযোগীই, বয়সও ধরে রাখতে সাহায্য করে অনেকটাই।

ব্রাজিল নাট

ব্রাজিল নাট

ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে যে উপাদান দরকার হয় তার মধ্যে সেলেনিয়াম অন্যতম। আর ব্রাজিল নাটে তা ভরপুর মাত্রায় রয়েছে।

আলুবোখরা

আলুবোখরা

আলুবোখরার সমাদর সারা বিশ্বে রয়েছে। এতেও প্রচুর পরিমাণে খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে। এটি শুকনো হোক বা টাটকা, সবরকমভাবেই উপকারী।

রাজমা

রাজমা

রাজমাতেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম ও নানা ধরনের প্রোটিন যা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।

English summary

10 Foods That Keep You Young

10 Foods That Keep You Young
Story first published: Friday, June 19, 2015, 19:20 [IST]
X
Desktop Bottom Promotion