For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) দাদের সমস্যা থেকে মুক্তি পান এই ঘরোয়া টোটকায়

|

দাদ হল চামড়ার একটি সংক্রমণ। ভাইরাসের আক্রমণে এই সংক্রমণ হয়ে থাকে। সাধারণভাবে দেহের নানা অংশের চামড়া, পা, নখ ও মাথার চামড়ায় দাদ লক্ষ্য করা যায়। [ছুলি থেকে মুক্তি পান এই ঘরোয়া টোটকায়]

শরীরের যে অংশে দাদ হয়েছে, সেই অংশটিতে গোলাকার দাগ হয়। সময়মতো চিকিৎসা না করা হলে আরও বেশি করে ছড়িয়ে পড়তে পারে এটি। [পেটের আলসারের নানা লক্ষণ]

চামড়া আর্দ্র হয়ে পড়লে দাদের মতো নানা চামড়ার সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে বাঁচতে নানা ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। নানা ধরনের ক্রিম ও লোশন রয়েছে। [এই দশ কারণে হয় বাতের ব্যথা]

তবে ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে যদি দাদের সমস্যা সারানো যায়, তাহলে তার চেয়ে ভালো আর কিছু হয় না। সামান্য বেশি সময় নিলেও এতে কাজ বেশি হবে ও চিকিৎসার খরচও কমবে। [ঘুমের মধ্যে কেন নাক ডাকেন আপনি]

নিচের স্লাইডে দেখে নিন, কোন ঘরোয়া উপায়ে দাদের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। [বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে বাঁচাবার উপায়]

রসুন

রসুন

দাদের সমস্যা দূর করতে রসুন অব্যর্থভাবে কাজ করে। রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল নানা উপাদান যা চামড়ার নানা সমস্য়াকে সারিয়ে তোলে। আপনি সরাসরিই চামড়ায় রসুন বেটে লাগাতে পারেন। ঘণ্টাখানেক রেখে জায়গাটি গরমজলে ধুয়ে নিন।

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েল

চা গাছের নির্যাস থেকে তৈরি তেলেও রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক উপাদান। দাদের সমস্যায় এটি খুব ভালো কাজ দেয়। তুলোর বল তৈরি করে তা এতে ডুবিয়ে দাদের জায়গায় দিন। আধঘণ্টা রেখে মুছে ফেলুন। দিনে বেশ কয়েকবার এটি করতে পারেন।

অ্যাপেল সিডার ভিনেগার

অ্যাপেল সিডার ভিনেগার

এতে রয়েছে এমন অ্যাসিড যা বেশকিছুদিন ব্যবহার করলে দাদ দূর হবে।

পেপে

পেপে

কাঁচা পেপে দেহের উপরের মরা চামড়াকে সরিয়ে দেয়। দাদের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে পেপে। পেপে বেটে তা দাদের জায়গায় লাগান। আধঘণ্টা পরে ধুয়ে ফেলুন।

নারকেল তেল

নারকেল তেল

দাদের সমস্যা দূর করতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এতে রয়েছে লরিক অ্যাসিড যা দাদের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।

হলুদ

হলুদ

নানা সমস্যায় প্রাচীন কাল থেকেই হলুদের ব্যবহার চলে আসছে। দাদের জায়গায় হলুদের মিশ্রণ তৈরি করে লাগান। খানিকক্ষণ পরে ধুয়ে ফেলুন।

নুন

নুন

দাদ কমাতে নুন-জলও দারুণ কাজ দেয়। ক্ষতিগ্রস্ত জায়গায় নুন-জল দিনে তিন বার করে লাগান।

English summary

Herbal Remedies To Cure Ringworm

Herbal Remedies To Cure Ringworm
Story first published: Thursday, November 5, 2015, 14:45 [IST]
X
Desktop Bottom Promotion