For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কয়েক দিনেই উধাও হবে মুখের দাগছোপ, উপচে পড়বে জেল্লা! ডায়েটে রাখুন এই ৬ খাবার

|

নিখুঁত ত্বক পেতে কে না চায়! ত্বকে কোনও দাগছোপ থাকবে না, ত্বক হবে কোমল, মসৃণ ও উজ্জ্বল। কিন্তু মনের মতো ত্বক পেতে হলে যেমন সঠিক যত্ন নেওয়া দরকার, তেমনই ডায়েটেও নজর দেওয়া প্রয়োজন। আপনি যদি স্বাস্থ্যকর খাবার না খান বা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ না করেন, তাহলে ত্বকের বারোটা বাজতে খুব বেশি সময় লাগবে না।

Add these antioxidant-rich foods to your diet for healthy and glowing skin

আজ এমন কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্যের সন্ধান দেব, যেগুলি নিয়মিত গ্রহণ করলে আপনার মুখের জেল্লা হবে চোখে পড়ার মতো!

ব্রকোলি

ব্রকোলি

ভিটামিন এ এবং সি সমৃদ্ধি ব্রকোলি ত্বকের জন্য ভীষণ উপকারী। ভিটামিন এ ত্বক ভাল রাখে এবং দাগছোপ কমায়, আর ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ব্রকোলিতে বি ভিটামিনও উপস্থিত, যা শুষ্ক এবং ফ্ল্যাকি প্যাচ কমাতে সাহায্য করে। এছাড়াও, ব্রকোলিতে প্রাকৃতিক ইস্ট্রোজেনও রয়েছে, যা ত্বক উজ্জ্বল করে।

পালং শাক

পালং শাক

পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং কে রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পালং শাক শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে ত্বকের কালো দাগছোপ এবং অন্যান্য সমস্যা দূর করে। ত্বকে বয়সের ছাপও পড়তে দেয় না।

অ্যাভোকাডো

অ্যাভোকাডো

অ্যাভোকাডোয় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে। এটি ত্বকে পুষ্টি জোগায়, ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে, ত্বকের তারুণ্যতা বজায় রাখে এবং উজ্জ্বল করে। এছাড়া, অ্যাভোকাডোয় উপস্থিত ভিটামিন ই ফাটা ঠোঁটের চিকিৎসায়ও কার্যকর।

মিষ্টি আলু

মিষ্টি আলু

কোষের উৎপাদন এবং বৃদ্ধির জন্য ভিটামিন এ প্রয়োজনীয়। আর, মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে, যা ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। তাছাড়া, মিষ্টি আলুতে অ্যান্থোসায়ানিনও রয়েছে, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

ব্লুবেরি

ব্লুবেরি

ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, ফলে ত্বকের কোষের ক্ষতি হয় না। এই ফল ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

গ্রিন টি

গ্রিন টি

গ্রিন টি ত্বককে অকাল বার্ধক্য থেকে রক্ষা করে। এতে catechins রয়েছে, যা ত্বকে পুষ্টি যোগায়, প্রদাহ কমায়, ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং ত্বক কোমল করে।

English summary

Add these antioxidant-rich foods to your diet for healthy and glowing skin

Add these antioxidant-rich foods to your diet for healthy and glowing skin. Read on.
Story first published: Friday, December 2, 2022, 19:07 [IST]
X
Desktop Bottom Promotion