For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vastu Tips: কোন দিকে মুখ করে রান্না করলে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকে? জেনে নিন

|

বাস্তু শাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রান্নাঘরকে। রান্নাঘর তৈরি এবং সাজানোর ক্ষেত্রে বাস্তু মেনে চলার প্রয়োজন আছে। বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘর সঠিক নিয়ম মেনে সাজিয়ে তুললে রোগভোগ দূরে থাকে, সংসারে ধনসম্পদ ও সমৃদ্ধি বাড়ে, পরিবারের উপর থেকে অশুভ প্রভাব কেটে যায়। রান্নাঘরের অবস্থান, জল রাখার স্থান, আবার গ্যাস ওভেন কোথায় রাখবেন সে বিষয়েও জানিয়ে থাকে বাস্তু। তাহলে জেনে নিন, বাস্তু সম্মত রান্নাঘর কেমন হওয়া উচিত।

Vastu tips for kitchen to boost positive energy

রান্নাঘরের জন্য বাস্তু টিপস

১) বাস্তু বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, রান্নাঘরের দিক নির্ণয় করা হলে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে।

২) বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে পৃথিবী, আকাশ, বায়ু, আগুন এবং জলের মতো উপাদানগুলির যথাযথ ভারসাম্য থাকা উচিত।

৩) আগুনের অবস্থান দক্ষিণ-পূর্ব দিকে হওয়া উচিত। গ্যাস স্টোভ বাড়ির প্রবেশদ্বার থেকে যাতে বাইরে না দেখা যায়, সেদিকে খেয়াল রাখবেন। গ্যাস স্টোভ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। তা না হলে সুখ, সমৃদ্ধির পথে বাধা আসবে এবং স্বাস্থ্য দুর্বল হবে।

৪) রান্নাঘরের অবস্থান বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে হওয়া উচিত। এছাড়াও, রান্না করার সময় আপনার মুখ পূর্ব দিকে থাকা উচিত।

৫) রান্নাঘরের উত্তর-পশ্চিম দিকে সিঙ্ক স্থাপন করা উচিত।

৬) জলের পাত্র অর্থাৎ পানীয় জল উত্তর-পূর্ব দিকে রাখতে হবে। জলের পাম্পও এ দিকে রাখবেন।

৭) রান্নাঘরে অবশ্যই জানালা থাকা উচিত, যাতে ভালভাবে আলো ও বায়ু চলাচল করতে পারে।

৮) রান্নাঘরের পশ্চিম ও দক্ষিণ দিকে খাদ্যশস্য রাখুন।

আরও পড়ুন : রান্নাঘরে কখনই যেন না ফুরোয় এই ৫টি জিনিস, নেমে আসতে পারে আর্থিক সংকট!

৯) বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরের দক্ষিণ-পূর্ব কোণে গ্যাস স্টোভ রাখা উচিত।

১০) বাস্তু বিশেষজ্ঞদের মতে, রান্না করার সময় পশ্চিম দিকে মুখ করে থাকলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। আর, দক্ষিণ দিকে মুখ করে থাকলে আর্থিক সমস্যা হতে পারে।

১১) রান্নার জন্য ব্যবহৃত অগ্নি আমাদের স্বাস্থ্য, যশ ও সমৃদ্ধিকে প্রভাবিত করে। আগ্নেয় কোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘরের অবস্থানকে শাস্ত্র সম্মত বলে মনে করা হয়।

১২) উত্তর-পূর্ব দিকে ভুলেও রান্নাঘর বানাবেন না। এর ফলে মানসিক অবসাদ বাড়তে পারে, অর্থ অপচয় হতে পারে। দক্ষিণ-পশ্চিম দিকেও রান্নাঘর থাকা উচিত নয়। এর ফলে পরিবারে কলহ, দুর্ঘটনার আশঙ্কা থাকে। আবার, উত্তর-পশ্চিম দিকে রান্নাঘর থাকলে ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের আশঙ্কাও বাড়ে।

১৩) রান্নার সময় গৃহিণীর পিঠ যাতে রান্নাঘরের প্রবেশদ্বারের দিকে না থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

১৪) রান্নাঘরের রঙ হালকা হওয়া উচিত। গোলাপী, কমলা, হাল্কা নীল বা সাদা রঙ ভালো।

১৫) শৌচালয়ের ওপর, নীচে, আশোপাশে বা সিঁড়ির নীচে রান্নাঘর বানাবেন না। এতে পরিবারে নানা সমস্যা লেগেই থাকে।

১৬) গ্যাসের মুখোমুখি স্থানে ফ্রিজ ও জল রাখবেন না। ওয়াশিং মেসিনও গ্যাসের সোজাসুজি রাখতে নেই।

English summary

Vastu tips for kitchen to boost positive energy in bengali

Listed below are 10 important factors that one stringently needs to consider when designing a kitchen as per Vastu guidelines.
X
Desktop Bottom Promotion