For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ram Navami 2023: রাম নবমীর দিন এই কাজগুলো অবশ্যই করুন, কেটে যাবে জীবনের সকল বাধা বিপত্তি!

|

হিন্দু শাস্ত্র মতে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্রের রূপে ধরাধামে অবতীর্ণ হন। তাই প্রতি বছর এই তিথিতে মহা আড়ম্বরে ভগবান রামের জন্মবার্ষিকী পালিত হয়। এ বছর ৩০ এপ্রিল দেশজুড়ে রাম নবমী উদযাপিত হবে।

রাম নবমী উপলক্ষে দেশের প্রতিটি রাম মন্দিরে জাঁকজমক করে শ্রী রামের পূজা করা হয়। ঘরে ঘরে শ্রীরামের আরাধনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাম নবমীর এই শুভ দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চললে জীবনে সুখ-সমৃদ্ধি আসে।

Things To Do On Ram Navami

রাম নবমীর টোটকা

১) রাম নবমীর শুভক্ষণে ভক্তিভরে শ্রীরামের পূজা করুন। পূজার সময় "শ্রী রাম চন্দ্র কৃপালু ভজমন..." অবশ্যই পাঠ করুন। এতে সমস্ত দুঃখ-কষ্ট দূর হবে।

২) রাম নবমীতে সম্পূর্ণ হনুমান চালিসা পাঠ করা উচিত। এতে ভগবান রাম ও হনুমানের আশীর্বাদ পাওয়া যায় এবং মনের সব ইচ্ছা পূরণ হয়। তাছাড়া, হনুমান চালিসা পাঠ করলে সকল বাধা-বিঘ্ন দূর হয় বলে মনে করা হয়।

৩) আপনি যদি কোনও সমস্যায় পড়ে থাকেন, তাহলে তা দূর করতে রাম নবমীর দিন রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। বিশ্বাস করা হয়, এর দ্বারা ভগবান শ্রীরাম আপনাকে রক্ষা করবেন এবং আপনার কল্যাণ হবে।

৪) ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রাম নামে প্রচুর শক্তি আছে। তাই রাম নবমীর দিন শ্রীরামের পূজা করার সময় অবশ্যই রাম নাম জপ করুন। জীবনে সুখ-সমৃদ্ধি আসবে এবং রাম নাম জপে বিপদ কেটে যেতে পারে।

৫) রাম নবমীর দিনে রামায়ণ বা রামচরিতমানস পাঠ করা খুবই শুভ। এর ফলে পুণ্য লাভ হয় এবং ভক্তের সকল দুঃখ-দুর্দশা দূর হয়।

আরও পড়ুন : সংসারে সুখ-শান্তি ফেরাতে রাম নবমীতে শ্রীরামচন্দ্রের পূজা করুন, দেখে নিন তিথি ও শুভক্ষণ

English summary

Ram Navami 2023: Things To Do On Ram Navami

Here are things you should do on ram navami. Read on to know.
X
Desktop Bottom Promotion