For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Shravan Maas : মহাদেবের কৃপা পেতে শ্রাবণ মাসে অবশ্যই করুন এই কাজ!

|

আজ, ১৮ জুলাই থেকে শুরু হল মহাদেবের প্রিয় মাস শ্রাবণ। শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ। মনে করা হয়, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার ভক্তিভরে শিব পুজো ও উপবাস করলে অত্যন্ত ভাল ফল পাওয়া যায় এবং সকল মনস্কামনা পূরণ হয়। তবে প্রত্যেক সোমবার উপবাস করা সম্ভব না হলে প্রথম এবং শেষ সোমবার করলেও হবে। শ্রাবণ সোমবারে ব্রত পালনের পাশাপাশি বিশেষ কিছু উপায় করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যাবে।

Things to do during Shravan Maas for good luck

১) শ্রাবণ সোমবারে রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

২) শ্রাবণ মাসে মহাদেবের পুজোর সময় কাঁচা দুধ, ঘি, মধু, গঙ্গাজল, বেল পাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল এবং সাদা চন্দন অর্পণ করুন। এগুলি অর্পণ করলে শিব সন্তুষ্ট হন।

৩) পুজোর সময় কর্পুর দিয়ে আরতি করুন এবং গমের আটার তৈরি ভোগ নিবেদন করুন।

৪) বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে ভাল ফল মিলবে।

আরও পড়ুন : শ্রাবণ মাসে ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হবেন মহাদেব!

৫) শ্রাবণ মাসের প্রতিদিন, দিনের যে কোনও সময়ে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এতে জন্মছকে খারাপ গ্রহদশা থাকলে তা কেটে যাবে। তাছাড়া, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়।

৬) শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার ভক্তিভরে শিব পুজো করলে সমস্ত বাধা-বিপত্তি, দুঃখ-কষ্ট ও কলহ থেকে মুক্তি পাওয়া যায়। সোমবার সকালে স্নান করে শিবের আরাধনা করলে মনের সব ইচ্ছা পূরণ হয়।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Things to do during Shravan Maas for good luck

If you want to worship Lord Shiva during the month of Shravan, then here are the things you must do during this holy month of Lord Shiva.
Story first published: Monday, July 18, 2022, 12:54 [IST]
X
Desktop Bottom Promotion