For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Shravan Month : শ্রাবণ মাসে ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হবেন মহাদেব!

|

১৮ জুলাই, সোমবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ভগবান শংকরের কাছে শ্রাবণ মাস খুবই প্রিয়। তাই একে শিবের মাস বলা হয়। মহাদেবের আশীর্বাদ পেতে গোটা শ্রাবণ মাসজুড়ে শিব পুজোর আয়োজন করে ভক্তরা। বিশ্বাস করা হয়, ভোলেবাবা সন্তুষ্ট হলে ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন এবং তাঁর কৃপায় ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয়। তবে এমন কিছু কাজ রয়েছে যেগুলি শ্রাবণ মাসে ভুলেও করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। জেনে নিন, শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেব রুষ্ট হন।

Do not do These work in the month of Shravan

১) শ্রাবণ মাসে মাছ, মাংস ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল - এই সব আমিষ খাবার একেবারেই খাওয়া উচিত নয়। ধূমপান, মদ্যপান করাও এড়িয়ে চলুন। এছাড়া, বেগুন খাওয়াও ক্ষতিকর বলে মনে করা হয়। বেগুন একটি অপবিত্র সবজি হিসেবে বিবেচিত হয়।

২) এই মাসে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক খুবই শুভ বলে মনে করা হয়। তাই, শ্রাবণ মাসে দুধ পান করা এড়িয়ে চলুন।

৩) শিবলিঙ্গে হলুদ, সিঁদুর, কেতকী ফুল, ইত্যাদি নিবেদন করা উচিত নয়।

৪) গোটা শ্রাবণ মাসে খুব ভোরে ঘুম থেকে উঠুন। বেলা পর্যন্ত ঘুম একদমই উচিত নয়। সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। প্রতিদিন শিবের মাথায় জল, বেলপাতা দেওয়া খুবই ভাল।

৫) এই পবিত্র মাসে কাউকে অপমান করবেন না। তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে হবে এবং কথাবার্তায় সংযম রাখতে হবে।

৬) শ্রাবণ মাসে গরু বা ষাঁড়কে তাড়াবেন না। এদের কিছু খেতে দিন।

৭) এই মাসে বিলাসবহুল জীবন যাপন করা নিষিদ্ধ। বিলাসিতা থেকে দূরে থাকুন। এই সময় বিছানায় না শুয়ে মাটিতে শোওয়া উচিত।

৮) শ্রাবণ মাসে গায়ে তেল লাগানো অনুচিত বলে মনে করা হয়।

৯) এই মাসে চুল, দাড়ি এবং নখ কাটার উপরে নিষেধাজ্ঞা আছে।

১০) শ্রাবণ মাসে ভুলেও দিনের বেলা ঘুমোবেন না। এই এক মাস শুধু রাত্রে ঘুমোবেন এবং দিনের বেলা মহাদেবের নাম জপ করবেন।

১১) খারাপ বা নেগেটিভ ভাবনা-চিন্তা মনে আনা উচিত নয়। নিজের বাবা-মা এবং গুরুকে সম্মান করুন।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Shravan Month : Do not do These work in the month of Shravan

In the holy month of Shravan we should pay special attention to doing some work and not doing anything. Then let us know about some such works.
X
Desktop Bottom Promotion