For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Shravan Month : শ্রাবণ সোমবারে শিব পুজো করলে সব বিপদ থাকবে দূরে! জানুন শ্রাবণ মাসের সোমবারের তারিখ ও পূজা বিধি

|

হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে সবচেয়ে পবিত্র মাস বলে মনে করা হয়। এই মাসে শিবের বিশেষ পুজোর রীতিও প্রচলিত আছে। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় এবং এই মাসে শিবের উপাসনা করলে তাঁর বিশেষ আশীর্বাদও পাওয়া যায়। তাই পবিত্র শ্রাবণ মাসকে 'শিবের মাস' মনে করা হয়। সারা মাস জুড়ে ভক্তরা শিব আরাধনায় মেতে ওঠেন। তবে শ্রাবণের প্রতিটি সোমবার শিবের আরাধনা করলে ভগবান শিব প্রসন্ন হন।

Shravan Month 2021 : Shravan Somwar Dates, Significance And Puja Vidhi

শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের বিশেষ তাৎপর্য রয়েছে। সোমবার যেহেতু শিবের দিন, তাই শ্রাবণ সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালে ১৮ জুলাই থেকে শুরু হয়েছে বাংলার শ্রাবণ মাস এবং শেষ হবে ১৭ অগষ্ট।

শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার রয়েছে

প্রথম সোমবার - ১৯ জুলাই ২০২১

দ্বিতীয় সোমবার - ২৬ জুলাই ২০২১

তৃতীয় সোমবার - ২ অগস্ট ২০২১

চতুর্থ সোমবার - ৯ অগস্ট ২০২১

পঞ্চম সোমবার - ১৬ অগস্ট ২০২১

শ্রাবণ সোমবারে পুজোর নিয়ম

১) সোমবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে গিয়ে শিবের জলাভিষেক করুন। পঞ্চামৃত দিয়েও শিবের অভিষেক করতে পারেন। দেবী পার্বতী ও নন্দীকে গঙ্গাজল, দুধ অর্পণ করুন।

২) শিবকে জলাভিষেক করার সময় শিব মন্ত্র জপ করতে ভুলবেন না।

৩) শিবলিঙ্গে বেলপাতা, ধুতুরা, ভাঙ, চন্দন, চাল অর্পণ করুন। প্রসাদ হিসেবে শিবকে ঘি ও চিনি অর্পণ করুন। সকল দেব-দেবীকে তিলক লাগান।

৪) ধূপ-প্রদীপ দিয়ে গণেশের আরতি করুন। সবশেষে মহাদেবের আরতি করুন।

৫) পুজো শেষে মহাদেবের শ্রাবণ সোমবারের ব্রতকথা শোনা শুভ।

৬) আপনি বাড়িতেও শিব পুজো করতে পারেন। শিবের মূর্তি বা ছবি ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করুন। 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র পাঠ করতে থাকুন। তারপর পুজো করুন।

৭) শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভাল। এই দিন নিরামিষ খেতে হয়।

৮) প্রতি সোমবার স্নান সেরে শিবস্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ।

৯) পুজোর সময় ভক্তি ভরে মহাদেবের পায়ে ফুল, বেলপাতা অর্পণ করে আরতি করলে, সব বিপদ দূরে থাকবে৷

আরও পড়ুন : শ্রাবণ মাসে এই রীতি মেনে চললে পূর্ণ হবে মনস্কামনা, জেনে নিন এই মাসের মাহাত্ম্য

পুরাণ অনুযায়ী, এই শ্রাবণ মাসেই দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করেছিলেন। আর এই মন্থন থেকে ওঠা হলাহল বিষ ভগবান শিব পান করে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের তীব্রতায় তাঁর কণ্ঠ নীল হয়ে যায় বলেই, শিবের আরেক নাম 'নীলকণ্ঠ'।

English summary

Shravan Month 2021 : Shravan Somwar Dates, Significance And Puja Vidhi In Bengali

Shravan Month 2021 : Shravan Somwar Dates, Significance And Puja Vidhi In Bengali.
Story first published: Thursday, July 22, 2021, 16:59 [IST]
X
Desktop Bottom Promotion