Just In
- 13 hrs ago
সাপ্তাহিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ
- 15 hrs ago
দৈনিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি ২০২১
- 24 hrs ago
চালের পায়েস রান্নার সহজ রেসিপি দেখে নিন
- 1 day ago
গর্ভাবস্থায় এই সাতটি কাজ কখনোই করবেন না, মারাত্মক বিপদ হতে পারে
Don't Miss
সকট চৌথ-এর দিনে ভগবান গণেশের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, জানুন এর দিন-ক্ষণ
প্রতি মাসের চতুর্থী তিথি ভগবান গণেশের জন্য উৎসর্গীকৃত এবং এই দিনে তাঁর বিশেষ পূজাও করা হয়। তবে মাঘ মাসের চতুর্থী তিথিকে খুব বিশেষ বলে মনে করা হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষে পড়া গণেশের এই দিনটি সঙ্কষ্টি বা সকট চৌথ হিসেবে পালন করা হয়।
সকট চৌথ-এর দিনে মহিলারা নির্জলা উপবাস করেন এবং সন্তানের দীর্ঘজীবন, সুস্বাস্থ্যের জন্য ভগবান গণেশের কাছে বিশেষ প্রার্থনা করেন। এই দিনে সূর্যদেব এবং চন্দ্রদেবের পূজা করার পাশাপাশি তাদের অর্ঘ্য অর্পণ করারও রীতি রয়েছে। তাহলে জেনে নিন এই বছরে সকট চৌথ ব্রত কোন দিন রাখা হবে এবং এই দিনের তাৎপর্য কী।

২০২১ সালে সকট চৌথ তিথি ও শুভ মুহূর্ত
চতুর্থী তিথি শুরু - ৩১ জানুয়ারি, রাত ০৮টা ২৪ মিনিটে
চতুর্থী তিথি শেষ - পয়লা ফেব্রুয়ারি, সন্ধ্যে ০৬টা ২৪ মিনিটে
চন্দ্রোদয়-এর সময় - রাত ০৮টা ৫৯ মিনিটে

সকট চৌথের গুরুত্ব
এই ব্রত মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু, সুখী জীবন এবং সুস্বাস্থ্যের জন্য করেন। বিশ্বাস করা হয় যে, এই ব্রত পালন করলে ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা পাওয়া যায় এবং জীবনে সুখ-শান্তি থাকে। এই দিন সকাল থেকে নির্জলা উপবাস করে রাত্রিবেলা চন্দ্রদর্শন করা হয়৷

তিলকুট প্রসাদ
এই দিনে বাড়িতে তিল এবং গুড় দিয়ে তৈরি জিনিস প্রস্তুত করা হয়। তাই বহু জায়গায় এই দিনটিকে তিলকুটা চৌথও বলা হয়। এই দিনে ভগবান গণেশকে তিলকুটের পাশাপাশি ফল, গাজর, মিষ্টি আলু ইত্যাদি দেওয়া হয়।
Kumbh Mela 2021 : শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ, কবে পূণ্যস্নান? জেনে নিন বিস্তারিত