Just In
Don't Miss
Kumbh Mela 2021 : শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ, কবে পূণ্যস্নান? জেনে নিন বিস্তারিত
ভারতে আয়োজিত কুম্ভ মেলা গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান। সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজ-এ অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। এই বছর অর্থাৎ ২০২১ সালের কুম্ভ মেলার শুভারম্ভ হয়েছে ১৪ জানুয়ারী অর্থাৎ মকর সংক্রান্তি থেকে এবং এপ্রিল পর্যন্ত চলবে।
হিন্দুধর্মাবলম্বীদের কাছে কুম্ভ মেলা সবচেয়ে শুভ ও পবিত্র অনুষ্ঠান। এই পবিত্র কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে লাখ লাখ ভক্তের সমাগম ঘটে। তাহলে জেনে নিন এবারের কুম্ভ মেলার সাথে সম্পর্কিত সমস্ত তথ্য।

এবারের কুম্ভমেলা একটু অন্যরকম
প্রতিবার কুম্ভ মেলার আয়োজন ১২ বছরে হয়। তবে কুম্ভ মেলার ইতিহাসে প্রথমবার এটি ১২-এর পরিবর্তে ১১ বছরে অনুষ্ঠিত হবে। এবার গ্রহের পরিবর্তনের কারণে এটি ১১ বছর পর পালিত হচ্ছে। ৮৩ বছর পরে এই পরিস্থিতি দেখা দিয়েছে। এর আগে, ১৭৬০, ১৮৮৫ এবং ১৯৩৮ সালে এই ধরনের ঘটনা ঘটেছে।

গঙ্গা স্নানের গুরুত্ব
হিন্দু ধর্মে গঙ্গা নদীকে সবচেয়ে পবিত্র নদী বলা হয় এবং এই নদীকে মায়ের স্থান দেওয়া হয়েছে। শাস্ত্র অনুসারে, যে ব্যক্তি কুম্ভ মেলার সময় গঙ্গা নদীতে স্নান করেন সে মোক্ষ লাভ করে। এটাও বিশ্বাস করা হয় যে, গঙ্গা স্নান পাপ ও রোগ থেকে মুক্তি দেয়। ২০২১ সালে হরিদ্বার কুম্ভে ৪টি শাহী স্নান হবে।

২০২১ সালের হরিদ্বার কুম্ভে শাহী স্নান এবং সাধারণ স্নানের তারিখ
মকর সংক্রান্তি (স্নান): ১৪ জানুয়ারি, ২০২১
মৌনি আমাবস্যা (স্নান): ১১ ফেব্রুয়ারি, ২০২১
বসন্ত পঞ্চমী (স্নান): ১৬ ফেব্রুয়ারি, ২০২১
মাঘ পূর্ণিমা: ২৭ ফেব্রুয়ারি, ২০২১
মহা শিবরাত্রি (শাহী স্নান): ১১ মার্চ, ২০২১
সোমবতী অমাবস্যা (শাহী স্নান): ১২ এপ্রিল, ২০২১
বৈশাখী (শাহী স্নান): ১৪ এপ্রিল, ২০২১
রাম নবমী (স্নান): ২১ এপ্রিল, ২০২১
চৈত্র পূর্ণিমা (শাহী স্নান): ২৭ এপ্রিল, ২০২১