For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জ্যৈষ্ঠ অমাবস্যায় ভুলেও এই কাজগুলি করবেন না, জীবনে নেমে আসবে ঘোর বিপদ!

|

জ্যৈষ্ঠ অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে। এই অমাবস্যায় গঙ্গা স্নান, দান, পূজা-পাঠ করারও বিশেষ তাৎপর্য রয়েছে। অনেকে এই দিনে ব্রতও পালন করেন। বিশ্বাস করা হয় যে, এই দিনে এই নিয়মগুলি মেনে চললে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। জ্ঞানে-অজ্ঞানে করা পাপ ও দোষ থেকে মুক্তি মেলে, পাশাপাশি পুণ্যা প্রাপ্তিও হয়।

Jyeshtha Amavasya Dos And Donts

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীকে ফলদান করলে, শুভ ফল প্রাপ্তি হয়। তাই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যাও বলা হয়ে থাকে। ফলহারিণী কালীপূজা করলে অর্থ, কর্ম, বিদ্যা, দাম্পত্য এবং প্রেম-ভালবাসার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হয়। আজ এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন, জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে শুভ ফল প্রাপ্তির জন্য কী করা উচিত এবং কী নয়।

২০২১ সালের জ্যৈষ্ঠ অমাবস্যার বিশেষ গুরুত্ব

২০২১ সালের জ্যৈষ্ঠ অমাবস্যার বিশেষ গুরুত্ব

হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২১ সালের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হয়েছে ৯ জুন এবং শেষ হবে ১০ ​​জুন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এই অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিন জ্যৈষ্ঠ অমাবস্যা ছাড়াও, শনি জয়ন্তী এবং বট সাবিত্রী ব্রতও পড়েছে। শুধু তাই নয়, বছরের প্রথম সূর্যগ্রহণও হচ্ছে এই তারিখেই।

জ্যৈষ্ঠ অমাবস্যায় এই কাজ করবেন না

জ্যৈষ্ঠ অমাবস্যায় এই কাজ করবেন না

১) এই দিনে আমিষ জাতীয় খাবার এবং অ্যালকোহল গ্রহণ এড়ানো উচিত।

২) এই দিনে কারুর কাছ থেকে ধারে টাকা নেবেন না।

৩) এই দিনে কোনও নতুন আইটেম কেনা হয় না।

জ্যৈষ্ঠ অমাবস্যায় এই কাজ করুন

জ্যৈষ্ঠ অমাবস্যায় এই কাজ করুন

১) এই দিন অশ্বত্থ এবং বড় গাছের পূজা করুন।

২) অশ্বত্থ গাছে সুতো বাঁধুন এবং কাঁচা দুধ অর্পণ করুন।

৩) গরু, কুকুর এবং কাক-কে খাবার দিন।

৪) এই দিন পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা উচিত।

৫) কালো তিল দান করলে উপকার মেলে।

আরও পড়ুন : ১৪৮ বছর পর সূর্যগ্রহণ ও শনি জয়ন্তী একই দিনে! জানুন কেমন প্রভাব পড়বে আপনার জীবনে

English summary

Jyeshtha Amavasya 2021 : Dos And Dont's in Bengali

Here we are discussing about Jyeshtha Amavasya importance dos and don'ts in Bengali.
X
Desktop Bottom Promotion