For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vastu Tips : টিয়া পাখি পোষা শুভ না অশুভ? জেনে নিন বাস্তু কী বলছে

|

পশু, পাখি পোষার শখ অনেকেরই আছে। পোষা প্রাণী বাড়ির পরিবেশ সুখী, সুন্দর করে তোলে। কেউ কুকুর, বিড়াল পোষেন, আবার অনেকে পাখি পুষতে ভালবাসেন। পাখি পোষার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ টিয়া। কিন্তু টিয়া পাখি পোষা শুভ না অশুভ তা কি জানেন? বাস্তুশাস্ত্র মতে, আমরা বাড়িতে যা কিছুই আনি না কেন, তা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। তাই বাড়িতে টিয়া পাখি রাখা কতটা শুভ অথবা এর ফলে কোনও ক্ষতি হতে পারে কি না, তা জেনে রাখা দরকার। জেনে নিন, টিয়া পাখি পোষার বিষয়ে কী বলছে বাস্তু শাস্ত্র।

vastu tips for keeping Parrot at home

বাড়িতে টিয়া পাখি রাখা শুভ কেন?

১) বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর দিকে টিয়া পাখি রাখা খুবই শুভ। বিশ্বাস করা হয়, এতে বাড়ির বাচ্চারা পড়াশোনায় আগ্রহী হয় এবং তাদের স্মরণ শক্তিও বৃদ্ধি পায়।

২) বাড়িতে টিয়া পাখি রাখলে রোগভোগের ঝুঁকি কমে এবং মানুষের মনে হতাশাও কম আসে।

৩) ঘরে টিয়া পাখি বা তার ছবি রাখলে রাহু, কেতু ও শনির কুদৃষ্টি বাড়ির উপর পড়ে না। বাড়ির কারুর অকাল মৃত্যুও হয় না।

৪) যদি টিয়া পাখি খাঁচায় রাখা হয়, তাহলে তার সুখী হওয়া খুবই জরুরী। অন্যথায় টিয়া পাখি রেগে গেলে আপনার ঘরকে অভিশাপ দিতে পারে। যার ফলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে।

৫) টিয়া পাখি পুষলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও ভাল হয়। বাড়ির পরিবেশে ইতিবাচকতা বৃদ্ধি পায়।

টিয়া পাখি রাখা কেন অশুভ?

১) যদি কোনও ব্যক্তির কোষ্ঠীতে টিয়া পাখি পোষার যোগ না থাকে, কিন্তু তিনি টিয়া পাখি পোষেন, তাহলে বিরাট ক্ষতি হতে পারে।

২) টিয়া পাখি আপনার বাড়ি এসে আনন্দে না থাকলে, গৃহস্বামীর প্রতি তাদের মনে ক্রোধের সঞ্চার হয়। তাই কোনও পশু বা পাখিকে বন্ধক করে রাখা ঠিক নয়।

৩) বাড়িতে ঝগড়া-বিবাদের পরিবেশ থাকলে টিয়া পাখি রাখবেন না। কারণ টিয়া সেই শব্দগুলো শুনে তা উচ্চারণ করবে। এর ফলে বাড়ির উপর অশুভ প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন : বাড়ির মন্দিরে কখনই এই ৬ ভুল করবেন না, ক্রুদ্ধ হবেন মা লক্ষ্মী!

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Important vastu tips for keeping Parrot at home in bengali

We bring to you some Vastu tips to have in mind while keeping Parrot at home. Read on.
X
Desktop Bottom Promotion