For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হোলি ২০২০ : দেখে নিন দিন-ক্ষণ এবং তাৎপর্য

|

বসন্তের আবহে রঙের উৎসবে মেতে উঠতে প্রস্তুত সকলে কারণ, হোলি আসতে আর মাত্র একটি দিন বাকি। হিন্দু সম্প্রদায়ের মধ্যে হোলি উৎসবটির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিবছরই হোলি সারা দেশে ব্যাপক উৎসাহের সঙ্গে উদযাপিত হয়, যাকে বাঙালির বসন্ত উৎসব বা দোল পূর্ণিমা বা দোল যাত্রা বলা হয়। এই রঙের উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় উদযাপন করা হয়। এই দিনে বিভিন্ন রঙের আবির ও জল রঙ একে অপরকে মাখানোর মাখ্যমে সকলে আনন্দে মেতে ওঠেন।

Holi dates

ইতিমধ্যেই বসন্ত উৎসবকে স্বাগত জানাতে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠান। বসন্ত উৎসব তো না হয় হলো, কিন্তু 'হোলি কব হ্যায়? কব হ্যায় হোলি?'শোলের' এই বিখ্যাত ডায়ালগের মতো এখন অনেকেই ভাবছেন এ বছরের দোল পূর্ণিমা ঠিক কোন তারিখে পড়েছে? ৯ না ১০ তারিখ? তবে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ২০২০ সালের হোলি বা দোল পূর্ণিমার তারিখ, শুভ সময় ও তাৎপর্য সম্পর্কে।

আরও পড়ুন : March Monthly Rashifal: মাসিক রাশিফল : মার্চ ২০২০

তারিখ ও শুভ সময়

এই বছর অর্থাৎ ২০২০ সালে হলিকা দহন বা ছোট হোলি ৯ মার্চ সোমবার পালন করা হবে। অন্যদিকে, রঙের মূল উৎসব অর্থাৎ হোলি পালন করা হবে ১০ মার্চ,২০২০।

পূর্ণিমা তিথি শুরু : ৯ মার্চ ২০২০ ভোর ৩টা ০৩ মিনিটে।

পূর্ণিমা তিথির সমাপ্তি : ৯ মার্চ ২০২০ রাত ১১টা ১৭ মিনিট পর্যন্ত।

হলিকা দহন-এর সময় : ৯ মার্চ ২০২০ সন্ধ্যা ৬টা ২৬ থেকে রাত ৮টা ৪৯ মিনিট পর্যন্ত।

ভদ্র পাঞ্চা : ৯ মার্চ ২০২০ সকাল ৯টা ৩৭ থেকে সকাল ১০টা ৩৮ পর্যন্ত।

ভদ্র মুখা : ৯ মার্চ ২০২০ সকাল ১০টা ৩৮ থেকে বেলা ১২টা ১৯ মিনিট পর্যন্ত।

হোলি : ১০ মার্চ ২০২০, মঙ্গলবার।

দোল উৎসবের তাৎপর্য

ভারতীয় সমাজে দোল উৎসবের শুরু কোথায় এবং কবে হয়েছিল তা নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। তবুও প্রাচীন যুগ থেকে এই উৎসবটির অস্তিত্ব আজও সমানভাবে বিদ্যমান। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক তত্ত্ব। তাই এই পৌরাণিক কাহিনি অনুসারে দোল উৎসবের তাৎপর্য কিন্তু অনেক।

পুরাণ মতে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য মথুরা রাজ কংস একের পর এক দৈত্যকে পাঠিয়েও সফল হননি। কংস তখন ভয়ঙ্কর ম্রেধাসুরকে পাঠালেন কৃষ্ণকে হত্যা করতে। শ্রীকৃষ্ণ তাঁর হাতের বাঁশির সাহায্যে দৈত্যেকে পরাজিত করেছিলেন এবং তাঁর গায়ে আগুন দিয়ে তাঁকে হত্যা করা হয়েছিল। দৈত্যকে হত্যার আনন্দের সুবাদেই সেই থেকেই নাকি হোলি খেলার সূত্রপাত।

পৌরাণিক কাহিনি অনুসারে শ্রী বিষ্ণু যখন তাঁর ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে দৈত্যরাজ হিরণ্যকশিপু ও তাঁর বোন হরিকাকে বধ করলেন, তখন মর্ত্যবাসী আনন্দে হোলি খেলেছিলেন।

আরও পড়ুন : মার্চ মাসে বিয়ে করার পরিকল্পনা করছেন? দেখে নিন বিয়ের শুভ তারিখগুলি

এই সমস্ত পৌরাণিক কাহিনী বিরাজ করলেও বসন্ত উৎসব বা দোল উৎসব কিন্তু মানুষের কাছে এক আনন্দের উৎসব। গোটা দেশজুড়ে এই উৎসব পালিত হলেও বাঙলায় প্রায় ৫০০ বছর আগে এই উৎসবের সূচনা করেন শ্রীচৈতন্য মহাপ্রভু৷ পরে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় শুরু হয় এই উৎসব পালন। প্রথমের দিকে এই উৎসব ছিল মূলতঃ রাজা-জমিদারদের পারিবারিক উৎসব। প্রত্যেক জমিদার ও রাজবাড়ীর কৃষ্ণমন্দিরে বিগ্রহের গায়ে রঙ দিয়ে শুরু হত হোলি খেলা। সঙ্গে থাকতো নানান ধরনের বিনোদনের ব্যবস্থা। মাস জুড়ে চলতো এই আনন্দ উৎসব৷ বর্তমান দিনে উৎসব পালনের দিনসংখ্যাটা কমলেও আনন্দ কিন্তু একই থেকে গেছে।

Read more about: pooja festival হোলি
English summary

Holi 2020 : Date, Shubh Muhurat and Significance

Holi 2020 will be observed on 9-10 March 2020. The auspicious muhurat to perform puja.
X
Desktop Bottom Promotion