For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মার্চ মাসে বিয়ে করার পরিকল্পনা করছেন? দেখে নিন বিয়ের শুভ তারিখগুলি

|

বিবাহ কেবলমাত্র দুটি মানুষের মিলনই নয়, পাশাপাশি দুটি পরিবারকে একত্রিত করার বিষয়েও সমান গুরুত্বপূর্ণ। সাধারণত কোনও ভারতীয় বিয়েতে অনেক নিয়ম-কানুন থাকে তাই বিয়ের তারিখ ঠিক করার ক্ষেত্রে শুভ দিন-ক্ষণ দেখা হয়। বিশ্বাস করা হয়, শুভ দিনে চার হাত এক হলে বিবাহিত জীবন সুখের হয়। এছাড়া, গ্রহ নক্ষত্রগুলি সঠিক অবস্থানে থাকলে দম্পতিদের ভাগ্যও ভাল থাকে। তাই আপনি যদি মার্চ মাসে বিয়ে করার পরিকল্পনা করে থাকেন, তবে এই মাসে হিন্দু বিবাহের পবিত্র তারিখগুলি দেখে নিন -

Auspicious Hindu Wedding Dates In March

১) ২ মার্চ ২০২০, সোমবার

এটি মার্চ মাসের প্রথম শুভ তারিখ, এইদিনে আপনি বিবাহ করতে পারেন। এই তারিখের শুভ মুহূর্তটি শুরু হবে মধ্যরাত ১টা ২৬ মিনিটে এবং শেষ হবে সকাল ৫টা ৫৬ মিনিটে (৩ মার্চ ২০২০)। এই তারিখের নক্ষত্র রোহিনী এবং তিথি অষ্টমী।

২) ৩ মার্চ ২০২০, মঙ্গলবার

২০২০ সালে মার্চের প্রথম সপ্তাহে বিয়ে করার জন্য এটি আরও একটি শুভ তারিখ। এই তারিখে মুহূর্ত শুরু হবে সকাল ৫টা ৫৬ মিনিটে এবং শেষ হবে সকাল ৫টা ৫৫ মিনিটে (৪ মার্চ ২০২০)। নক্ষত্র রোহিনী এবং মৃগশীর্ষ। তিথি হল অষ্টমী এবং নবমী।

৩) ৪ মার্চ ২০২০, বুধবার

এই শুভ বিবাহের তারিখের শুভ মুহূর্তটি শুরু হবে সকাল ৫টা ৫৫ মিনিটে এবং শেষ হবে বেলা ১১টা ২৪ মিনিটে। এই তারিখের নক্ষত্র মৃগশীর্ষ এবং তিথি হল নবমী।

আরও পড়ুন : মাসিক রাশিফল : মার্চ ২০২০

৪) ৮ মার্চ ২০২০, রবিবার

রবিবার বিবাহ করতে চাইলে সবথেকে শুভ তারিখ এটি। এই তারিখের শুভ মুহূর্ত শুরু হবে বেলা ১২টা ১২ মিনিটে এবং শেষ হবে ভোর ৪টা ১০ মিনিটে (৯ মার্চ ২০২০)। এই তারিখের নক্ষত্র মাঘা এবং তিথি চতুর্দশী ও পূর্ণিমা।

৫) ১১ মার্চ ২০২০, বুধবার

এই তারিখের শুভ মুহূর্তটি শুরু হবে সকাল ৮টা ১২মিনিটে এবং শেষ হবে সন্ধ্যে ৭টা। এই তিথির নক্ষত্র হস্ত এবং তিথি দ্বিতীয়া ও তৃতীয়া।

৬) ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার

২০২০ সালের মার্চ মাসে বিবাহের জন্য এটি সর্বশেষ শুভ তারিখ। এই তারিখের শুভ মুহূর্ত শুরু হবে বিকাল ৪টা ১৬ মিনিটে এবং শেষ হবে রাত ১২টা ০৪ মিনিটে (১৩ মার্চ)। নক্ষত্র হবে স্বাতী এবং তিথি চতুর্থী।

English summary

Auspicious Hindu Wedding Dates In March

If you are planning to get married in the month of March, then you can go through the auspicious Hindu wedding dates this month.
Story first published: Monday, March 2, 2020, 13:03 [IST]
X
Desktop Bottom Promotion