Just In
- 4 hrs ago
দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!
- 14 hrs ago
শুধু রান্নার কাজেই নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ উপকারী অলিভ অয়েল! দেখুন কী ভাবে কাজে লাগাবেন
- 14 hrs ago
Shani Jayanti 2022 : শনিদেবকে তুষ্ট করতে পালন করুন শনি জয়ন্তী, জেনে নিন তিথি ও শুভক্ষণ
- 21 hrs ago
Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ২৫ মে-র রাশিফল
নবগ্রহকে সন্তুষ্ট করতে পুজোর সময় ব্যবহার করুন এই ফুলগুলি, দেখে নিন কোন গ্রহ কোন ফুলে তুষ্ট হয়
জ্যোতিষশাস্ত্র অনুসারে নয়টা গ্রহ বা নবগ্রহের উপস্থিতি ধরা হয়। কিন্তু এর মধ্যে সব কটি গ্রহ না হলেও, গ্রহ রূপে কল্পনা করা হয়। আমাদের কোষ্ঠীতে বা জন্মছকে এই নবগ্রহ ও ১২টি রাশির গণনার বিশ্লেষণ করেই ব্যক্তির জীবনের বিভিন্ন পরিস্থিতি বিচার করা যায়। নবগ্রহের মধ্যে কোনও না কোনও গ্রহের অবস্থান শুভ বা অশুভভাবে থাকেই। যদি আমরা নবগ্রহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের জীবনও সুখ-সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। আর গ্রহ যদি দুর্বল হয় তাহলে জীবনে অশুভ প্রভাব পড়ে।
নবগ্রহকে তুষ্ট করার জন্য বিশেষ কিছু ফুল রয়েছে। যদি সেই ফুল দিয়ে আমরা প্রতিনিয়ত পুজো করতে পারি, তাহলে ভাল ফল পাওয়া যেতে পারে। এতে নবগ্রহকে শান্ত এবং সন্তুষ্ট রাখা যাবে বা গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যাবে। জেনে নিন, কোন গ্রহ কোন ফুলে সন্তুষ্ট হয় -
সূর্য - গ্রহের রাজা সূর্যকে প্রসন্ন করতে ব্যবহার করুন আকন্দ ফুল।
চন্দ্র - চন্দ্রকে সন্তুষ্ট করতে শ্বেত পদ্মফুল ব্যবহার করতে পারেন।
বুধ - গ্রহের যুবরাজ বুধ গ্রহকে সন্তুষ্ট রাখতে চাঁপা ফুল ব্যবহার করুন।
মঙ্গল - গ্রহের সেনাপতি মঙ্গলকে প্রসন্ন করতে রক্ত করবী ফুল প্রদান করুন।
বৃহস্পতি - বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট রাখতে পদ্মফুল ব্যবহার করুন।
শুক্র - শুক্র গ্রহ সন্তুষ্ট হন চামেলি ফুলে।
শনি - শনিদেবের প্রিয় ফুল মল্লিকা। তাই পুজোর সময় মল্লিকা ফুল নিবেদন করুন।
রাহু - রাহুকে সন্তুষ্ট করতে ব্যবহার করুন আমলকি ফুল।
কেতু - কেতু অপরাজিতা ফুলেই প্রসন্ন হন।
আরও পড়ুন : অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ, বৃহস্পতিবার অবশ্যই এই কাজগুলো করুন!
নবগ্রহের মন্দিরে এই ফুলগুলো দিয়ে পুজো দিতে পারেন। তবে যদি আশেপাশে কোনও নবগ্রহ মন্দির না থাকে, তা হলে যে কোনও কালীমন্দির বা শনি মন্দিরেও পুজো দিতে পারেন।