For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দীপাবলি ২০২০ : জেনে নিন দীপাবলি ও লক্ষ্মী পুজোর দিন-ক্ষণ

|

আর মাত্র কয়েকটা দিন পরই উদযাপিত হতে চলেছে আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালি। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়। এই বছর দিওয়ালি ১৪ নভেম্বর, শনিবার উদযাপিত হবে। হিন্দু ধর্মে দীপাবলির বিশেষ তাৎপর্য রয়েছে। পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারতে এই উৎসব উপলক্ষে সম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। আবার অনেক বাঙালীও এইসময় লক্ষ্মীপুজো করে থাকেন। একে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পুজো বাঙালিদের মধ্যে বেশ জনপ্রিয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২০ সালের লক্ষ্মী পুজোর দিন-ক্ষণ।

Diwali 2020 : Date, Lakshmi Puja Shubh Muhurat And Significance

দিওয়ালি ২০২০ সালের লক্ষ্মী পূজার সময়

লক্ষ্মী পূজার মুহুর্ত : ১৪ নভেম্বর, শনিবার বিকাল ০৪টা ৫৪ মিনিট থেকে সন্ধ্যে ০৬টা ৫২ মিনিট পর্যন্ত।

প্রদোষ কাল : ১৪ নভেম্বর, শনিবার বিকাল ০৪টা ৫৩ মিনিট থেকে সন্ধ্যে ০৭টা ২৮ মিনিট পর্যন্ত।

বৃষভ কাল : ১৪ নভেম্বর, শনিবার বিকাল ০৪টা ৫৪ মিনিট থেকে সন্ধ্যে ০৬টা ৫২ মিনিট পর্যন্ত।

অমাবস্যা তিথি শুরু - ১৪ নভেম্বর, শনিবার দুপুর ০২টা ১৭ মিনিটে

অমাবস্যা তিথি শেষ - ১৫ নভেম্বর, রবিবার বেলা ১০টা ৩৬ মিনিটে

তাৎপর্য

হিন্দুদের কাছে, দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। পশ্চিমবাংলা, অসম, ওড়িশা ও মিথিলাতে এই সময় কালীপূজা উদযাপন করা হয়। এই দিনটিতে পূর্বভারত বাদে সম্পূর্ণ ভারতবর্ষে লক্ষ্মী-গণেশের পুজোর নিয়ম আছে। "দীপাবলি" নামটির অর্থ "প্রদীপের সমষ্টি"। এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোটো মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক। বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে সারারাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে লক্ষ্মী আসেন বলে উত্তর ভারতীয় হিন্দুরা বিশ্বাস করেন। এইসময় বাংলার দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয়। এই সময় অ-লক্ষ্মী বিদায় করে গৃহে মহালক্ষ্মীর আবাহন করা হয়। আলোকমালায় সেজে ওঠে চারিদিক। উত্তর ভারতে লক্ষ্মীর পূজা চল আছে, আর পশ্চিমবঙ্গে এইসময় দারুণ জাঁকজমক করে পালন করা হয় কালীপূজা।

আরও পড়ুন : নভেম্বরে উদযাপিত হতে চলেছে কালীপুজো ও ভাইফোঁটা, দেখুন এই মাসের উৎসবের সম্পূর্ণ তালিকা

English summary

Diwali 2020 : Date, Lakshmi Puja Shubh Muhurat And Significance

Diwali 2020 will be celebrated on Saturday, November 14 this year. Read on to know the Diwali puja shubh muhurat, tithi and other details.
X
Desktop Bottom Promotion