For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নভেম্বরে উদযাপিত হতে চলেছে কালীপুজো ও ভাইফোঁটা, দেখুন এই মাসের উৎসবের সম্পূর্ণ তালিকা

|

প্রতিবছরই নভেম্বর মাস উৎসবে ভরপুর থাকে, সেরকমই চলতি বছরেও এই মাসে পালিত হতে চলেছে অনেক বড় বড় উৎসব। এই মাসে ধনতেরাস, দীপাবলী, কালীপূজা, নরক চতুর্দশী, ভাইফোঁটা এবং জগদ্ধাত্রী পূজার মতো উৎসব পালিত হতে চলেছে। তাহলে আসুন দেখে নিন, ২০২০ সালের নভেম্বর মাসে কোন কোন তারিখে কোন কোন উৎসব উদযাপিত হতে চলেছে।

November 2020 : List Of November Month Vrat And Festivals

৪ নভেম্বর ২০২০ : করবা চৌথ

৪ নভেম্বর ২০২০ : করবা চৌথ

নভেম্বরের মাসের ৪ তারিখ করবা চৌথ ব্রত পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালন করা হয়। স্বামীর দীর্ঘায়ু ও সুখী দাম্পত্য জীবনের জন্য বিবাহিত মহিলারা এই ব্রত করেন।

১১ নভেম্বর ২০২০ : রমা একাদশী

১১ নভেম্বর ২০২০ : রমা একাদশী

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে রমা একাদশী পালিত হয়। এই বছর, ১১ নভেম্বর রমা একাদশী পড়েছে। এই দিনটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত।

১৩ নভেম্বর ২০২০ : ধনতেরাস

১৩ নভেম্বর ২০২০ : ধনতেরাস

এইবছর ধনতেরাস উৎসব ১৩ নভেম্বর পালিত হবে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উদযাপিত হয়। এই দিনটিতে, মাসিক শিবরাত্রি এবং প্রদোষ ব্রত-ও পড়েছে।

১৪ নভেম্বর ২০২০ : দীপাবলী বা দিওয়ালি, কালীপূজা

১৪ নভেম্বর ২০২০ : দীপাবলী বা দিওয়ালি, কালীপূজা

প্রতি বছর এই উৎসবটি কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। এই বছর এটি ১৪ নভেম্বর, শনিবার উদযাপিত হবে। এই আলোর উৎসবে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের বিশেষ পূজা করা হয়। এই দিনে নরক চতুর্দশী-ও পড়েছে।

বাঙালীদের কাছে কালীপূজা খুব গুরুত্বপূর্ণ। প্রতি বছরই দুর্গাপূজার পর কালীপূজার বিশাল আয়োজন হয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এটি। দীপাবলী আর কালীপূজা সাধারণত এক দিনেই পড়ে। এইবছর কালীপূজাও ১৪ নভেম্বর, শনিবার পড়েছে।

১৫ নভেম্বর ২০২০ : গোবর্ধন পূজা

১৫ নভেম্বর ২০২০ : গোবর্ধন পূজা

কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদে গোবর্ধন পূজা করা হয়।

১৬ নভেম্বর ২০২০ : ভাইফোঁটা এবং কার্তিক পূজা

১৬ নভেম্বর ২০২০ : ভাইফোঁটা এবং কার্তিক পূজা

ভাইফোঁটা হল ভাই-বোনের পবিত্র সম্পর্কের প্রতীক। এই বছর ১৬ নভেম্বর ভাইফোঁটা উদযাপিত হবে। এই দিন কার্তিক পূজাও পড়েছে।

২০ নভেম্বর ২০২০ : ছট পূজা

২০ নভেম্বর ২০২০ : ছট পূজা

কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে এই উৎসব পালন করা হয়। এই বছর ছট উৎসব ২০ নভেম্বর পালিত হবে। এই পুজোয়, সূর্যদেবের উপাসনা করা হয়।

২৩ নভেম্বর ২০২০ : জগদ্ধাত্রী পূজা

২৩ নভেম্বর ২০২০ : জগদ্ধাত্রী পূজা

জগদ্ধাত্রী হল দেবী দুর্গারই আর এক রুপ। বাংলায় মহা ধূমধাম করে এই পূজা করা হয়ে থাকে। জগদ্ধাত্রী দেবী হলেন ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। এই বছর ২৩ নভেম্বর জগদ্ধাত্রী পূজা পালিত হবে।

২৫ নভেম্বর ২০২০ : দেবোত্থান একাদশী

২৫ নভেম্বর ২০২০ : দেবোত্থান একাদশী

এই বছর ২৫ নভেম্বর দেবোত্থান একাদশী পড়েছে। বিশ্বাস করা হয় যে, এই দিনে ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জাগ্রত হন এবং পুনরায় মাঙ্গলিক কার্য শুরু হয়।

৩০ নভেম্বর ২০২০ : কার্তিক পূর্ণিমা ও গুরুনানক জয়ন্তী

৩০ নভেম্বর ২০২০ : কার্তিক পূর্ণিমা ও গুরুনানক জয়ন্তী

এই বছর ৩০ নভেম্বর কার্তিক পূর্ণিমা পড়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা-কে কার্তিক পূর্ণিমা বলা হয়। মনে করা হয় এই তিথিতে গঙ্গাস্নান করলে সারা বছরের গঙ্গাস্নানের পূণ্যলাভ হয়। এছাড়াও, প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে গুরুনানক জয়ন্তী পালিত হয়। তিনি শিখ ধর্মের প্রবক্তা এবং এই ধর্মের প্রথম গুরু।

English summary

November 2020 : List Of November Month Vrat And Festivals

To know about those festivals that will be celebrated in November month, check out this article.
X
Desktop Bottom Promotion