For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Durga Puja : করোনা মহামারির বিরুদ্ধে লড়তে দুর্গা পুজোয় এই মন্ত্রগুলি জপ করুন!

|

করোনা ভাইরাস দেশ ও বিশ্বজুড়ে বিপর্যয়ের সৃষ্টি করেছে। করোনার কবলে পড়ে বিশ্বের বহু মানুষের মৃত্যুও হচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক সমস্ত বয়সের মানুষের কাছেই এই মারণ ভাইরাস উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মহামারি মানুষের জীবনযাত্রা বদলানোর পাশাপাশি উৎসব-অনুষ্ঠান পালনের ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে।

Chant These Powerful Durga Mantras for end of corona pandemic

প্রাচীনকালে ঋষি-মুনিরা পৃথিবীকে মহামারি, বিপর্যয় থেকে রক্ষা করার জন্য যজ্ঞ, পূজা ও মন্ত্রের সাহায্য নিতেন। শ্রী মার্কান্ডেয় পুরাণে দেবী দুর্গার এমন কিছু মন্ত্রের কথা উল্লেখ করা আছে, যা বর্তমান সময়েও অত্যন্ত উপকারি। এই মন্ত্রগুলি মানুষকে রোগ এবং মহামারির বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। তাই, করোনার মতো মহামারি রোধে মা দুর্গার এই বিশেষ মন্ত্র জপ করা সবচেয়ে ভাল। দুর্গা পুজোর সময় এই মন্ত্রগুলি জপ করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

মহামারি নাশ করতে মা দুর্গার বিশেষ মন্ত্র

মহামারি নাশ করতে মা দুর্গার বিশেষ মন্ত্র

ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।

দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে।।

রোগ নিরাময়ের জন্য মা দুর্গার মন্ত্র

রোগ নিরাময়ের জন্য মা দুর্গার মন্ত্র

রোগানশেষানপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলানভীষ্টান|

ত্বমাশ্রিতানাং ন বিপন্নরাণং ত্বমাশ্রিতা হ্যাশ্রয়তাং প্রয়ান্তি||

বিশ্বব্যাপী বিপর্যয় নাশ করার জন্য মন্ত্র

বিশ্বব্যাপী বিপর্যয় নাশ করার জন্য মন্ত্র

দেবী প্রপন্নর্তিহরে প্রসীদ প্রসীদ মাতর্জগতোঽখিলস্য|

প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বং ত্বমীশ্বরী দেবী চরাচরস্য||

মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রতে রয়েছে মৃত্যুকে আটকানোর ক্ষমতা

মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রতে রয়েছে মৃত্যুকে আটকানোর ক্ষমতা

ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্।।

মা দুর্গার আশীর্বাদ মহামারির বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগাবে

মা দুর্গার আশীর্বাদ মহামারির বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগাবে

মা দুর্গা কেবলমাত্র তাঁর ভক্তদের আশীর্বাদ করেন না, এছাড়া তিনি তাদের সমস্ত দুঃখ-কষ্ট থেকেও মুক্তি দেয়। নবরাত্রি বা দুর্গাপুজোর সময় ভক্তরা মা দুর্গার বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন। মাকে নিবেদিত এই নয় দিনে মন্ত্র জপ করলে এর বহুগুণ উপকার পাওয়া যায়।

আরও পড়ুন : কেন মা দুর্গাকে 'মহিষাসুরমর্দিনী' বলা হয়?

English summary

Chant These Powerful Durga Mantras for End of Corona Pandemic

Do chants these powerful Durga mantras during Durga puja for end of corona pandemic.
X
Desktop Bottom Promotion