Just In
- 20 hrs ago
সাপ্তাহিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ
- 22 hrs ago
দৈনিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি ২০২১
- 1 day ago
চালের পায়েস রান্নার সহজ রেসিপি দেখে নিন
- 1 day ago
গর্ভাবস্থায় এই সাতটি কাজ কখনোই করবেন না, মারাত্মক বিপদ হতে পারে
Don't Miss
চৈত্র নবরাত্রি ২০২০ : জেনে নিন এই উৎসবের তাৎপর্য
হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে চৈত্র নবরাত্রি, বাসন্তি দুর্গা পূজা বা চৈত্র দুর্গা পূজা নামে পরিচিত। প্রতি বছর, চৈত্র মাসের শুক্ল প্রতিপদ (হিন্দু উৎসব অনুসারে এক মাস) থেকে এই উৎসব শুরু হয়।
এই বছর অর্থাৎ ২০২০ সালে এই উৎসবের শুভ তারিখটি পড়েছে ২৫ মার্চ, বুধবার। দুর্গা দেবীর মানুষেরা অত্যন্ত নিষ্ঠার সহিত নয় দিন ধরে এই উৎসব পালন করেন। অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হয়ে থাকে। ভারতীয় পঞ্চাঙ্গ অনুযায়ী, চৈত্র দুর্গা পূজাকে নববর্ষ বা নতুন বছর হিসেবে বিবেচনা করা হয়। মহারাষ্ট্র এবং কোঙ্কনে এটিকে গুড়ি পদওয়া পরব এবং দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় এই উৎসব উগাদি নামেও পরিচিত। আপনি যদি এই উৎসব সম্পর্কে না জেনে থাকেন তবে এ সম্পর্কে জানতে নিবন্ধটি পড়ুন।
চৈত্র নবরাত্রির মুহুর্ত
পূজা শুরু হবে ২৫ মার্চ থেকে এবং শেষ হবে ৩ এপ্রিল ২০২০। এই দিনগুলিতে, ভক্তরা দেবী দুর্গার নয়টি রূপের উপাসনা করেন। দেবী শৈলপুত্রীর উপাসনা দিয়ে এই পূজা শুরু হয়, এটি দেবী দুর্গার একটি রূপ যিনি পর্বত রাজ হিমালয়ের কন্যা। ঘট স্থাপনার শুভ মুহুর্তটি সকাল ৫টা ৩৬ থেকে সকাল ৬টা ৩৭ অবধি থাকবে। তারপর ভক্তরা প্রতিদিন অনুসারে দেবী দুর্গার অন্যান্য রূপের উপাসনা করবেন।
চৈত্র নবরাত্রি ২০২০ : জেনে নিন দিন-ক্ষণ এবং পূজা বিধি সম্পর্কে
চৈত্র নবরাত্রির তাৎপর্য
ক) এই উৎসব কৃষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ, কৃষকরা কাটা ফসল তাদের বাড়িতে নিয়ে আসে এবং জমিতে অন্যান্য ফসল বপনের জন্য প্রস্তুত হয়।
খ) চৈত্র নবরাত্রি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম এবং ঐতিহ্যের সহিত পালিত হয়। তবে উৎসবটি উদযাপনের পিছনে প্রধান উদ্দেশ্য হল, গ্রীষ্মের মরসুম এবং নতুন ফসলকে স্বাগত জানানো।
গ) এই উৎসব চলাকালীন, আম এবং লিচু গাছ মুকুলে পূর্ণ হয়।
ঘ) অনেকে নতুন বছর হিসেবে চৈত্র নবরাত্রি পালন করে এবং বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারও প্রস্তুত করে।
ঙ) চৈত্র নবরাত্রির প্রথম তিন দিন দেবী দুর্গার শক্তি ও তেজের উপাসনা করার জন্য উৎসর্গীকৃত এবং অন্য ছয় দিন ভক্তরা দেবী দুর্গার বিভিন্ন রূপের উপাসনা করেন।
চ) মহারাষ্ট্র এবং কোঙ্কনে এটিকে গুড়ি পদওয়া পরব এবং দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় এই উৎসব উগাদি হিসেবে পালিত হয়।
ছ) ভক্তরা শারদ নবরাত্রিতে যেমন আচার-অনুষ্ঠান মানেন তেমনই চৈত্র নবরাত্রির সময়ও তাই অনুসরণ করেন।