Just In
Don't Miss
চৈত্র নবরাত্রি ২০২০ : জেনে নিন দিন-ক্ষণ এবং পূজা বিধি সম্পর্কে
ভারতের অন্যতম শুভ উৎসব চৈত্র নবরাত্রি। হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে চৈত্র নবরাত্রি, বাসন্তি দুর্গা পূজা বা চৈত্র দুর্গা পূজা নামেও পরিচিত। প্রতি বছর চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। টানা নয় দিন ধরে দুর্গার নয় রূপের পূজা করা হয়, পাশাপাশি প্রথা এবং নিয়ম মেনে অষ্টমী বা নবমীর দিন রামনবমীও পালন করা হয়ে থাকে। এই পূজা চলাকালীন দেবী দুর্গার ভক্তরা ব্রত পালন করেন এবং পুজো শেষে রাতে ভজন ও আরতির মাধ্যমে নিজেদের জাগ্রত করে রাখেন।
সাধারণত নবরাত্রি উৎসবটি প্রতিবছর দু'বার হয়, যথা - শারদ নবরাত্রি এবং চৈত্র নবরাত্রি। শারদ নবরাত্রি পালন করা হয় ইংরেজি মাসের সেপ্টেম্বর-অক্টোবরে এবং চৈত্র নবরাত্রি পালন করা হয় মার্চ বা এপ্রিল মাসে। অসম, তামিলনাড়ু, কেরল, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এই উৎসব পালন করা হয়।
চৈত্র নবরাত্রি পূজা অনুষ্ঠিত হয় একাদশী তিথিতে ঘট বা কলস স্থাপনের মধ্য দিয়ে। এরপর ভক্তরা দেবী দুর্গার উপাসনা করেন। এখন দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ২০২০ সালে চৈত্র নবরাত্রির নির্ঘণ্ট, সময়সূচী ও পূজা বিধি সম্পর্কে।
চৈত্র নবরাত্রি ২০২০ : জেনে নিন এই উৎসবের তাৎপর্য
শুভ দিন ও সময়
ঘটস্থাপনের শুভ সময় - ২৫ মার্চ, বুধবার সকাল ৫টা ৩৬ মিনিট থেকে সকাল ৬টা ৩৭ মিনিট পর্যন্ত।
প্রতিপদ তিথি শুরু - ২৪ মার্চ, ২০২০ দুপুর ২টা ৫৭ মিনিট থেকে।
প্রতিপদ তিথি শেষ - ২৫ মার্চ, ২০২০ বিকাল ৫টা ২৬ মিনিট পর্যন্ত।
মীনা লগ্ন শুরু - ২৫ মার্চ, ২০২০ ভোর ৫টা ৩৬ মিনিট থেকে।
মীনা লগ্ন শেষ - ২৫ মার্চ, ২০২০ সকাল ৬টা ৩৭ মিনিট পর্যন্ত।
দিন অনুযায়ী পালনীয় রুপগুলি
২৫ মার্চ, ২০২০ - প্রতিপদে মা শৈলপুত্রীর পুজো করা হয়।
২৬ মার্চ, ২০২০(দ্বিতীয়া) - মা ব্রহ্মচারিণী।
২৭ মার্চ, ২০২০(তৃতীয়া) - মা চন্দ্রঘণ্টা।
২৮ মার্চ, ২০২০(চতুর্থী) - মা কুশমণ্ডা।
২৯ মার্চ, ২০২০(পঞ্চমী) - স্কন্দমাতা।
৩০ মার্চ, ২০২০(ষষ্ঠী) - মা কাত্যায়নী।
৩১ মার্চ, ২০২০(সপ্তমী) - মা কালরাত্রি।
১ এপ্রিল, ২০২০(অষ্টমী) - মা মহাগৌরী।
২ এপ্রিল, ২০২০(নবমী) - মা সিদ্ধিদাত্রী।
সনাতন ধর্ম অনুযায়ী, এই উৎসবটির একটি তাৎপর্য রয়েছে। সম্পদ, অর্থ এবং ভাগ্য অর্জনের জন্য মা দুর্গার এই নয়টি রূপ চৈত্র নবরাত্রিতে পূজা করা হয়। এই সকল ধর্মীয় দিক ছাড়াও, নবরাত্রি অনেকে নারী শক্তির প্রতীক হিসেবেও পালন করে থাকেন।
পূজা বিধি
১) সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার ধোয়া কাপড় পরুন।
২) দেবী দুর্গার প্রতিমা আনুন এবং পরিষ্কার জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দুর্গার প্রতিমাটি স্থাপন করুন।
৩) পূজার উপকরণগুলি পরিষ্কার করে আনুন, যেমন - সুপারি, বাদাম, মধু, দই, এলাচ, দূর্বাঘাস, চন্দন, ফুল, নারিকেল ইত্যাদি।
৪) একটি কলসি বা ঘটে জল রেখে তার উপর আমপাতা দিন।
৫) নির্দিষ্ট দিনের নির্দিষ্ট মন্ত্র সঠিকভাবে জপ করুন।
৬) পূজার্চনার পর দেবীকে নৈশভোজ দিয়ে তারপরে আরতি করুন।
৭) দেবীর প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন।