For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Basanti Puja 2022 : বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গা পুজো! দেখে নিন তিথি ও শুভ মুহূর্ত

|

বিপদকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা পুরাকাল থেকেই চলে আসছে। মহাপুরুষরাও তাই করে এসেছেন। রামায়ণ অনুসারে, অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা অকাল বোধন হিসেবে খ্যাত। আর পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা কিন্তু দেবী দুর্গারই।

শরৎকালে শারদীয়া দুর্গা পূজা, আর বসন্ত কালে দেবীর আরাধনা বাসন্তী পূজা হিসেবে প্রসিদ্ধ। উভয় পূজার রীতিও প্রায় একই। ইতিহাস বলছে, চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত দুর্গা পুজো। যদিও একালে আশ্বিন শুক্লপক্ষের বা শরতের দুর্গা পুজোই অন্যতম প্রধান পুজোর স্বীকৃতি পেয়েছে। কিন্তু তবুও বাঙালি আদি দুর্গাপুজোকে কোনওদিনই পুরোপুরি ভুলে যায়নি। তাই এখনও বাংলার অনেক জায়গায় দুর্গা পুজোর আদিরূপ বাসন্তী পুজোর আয়োজন করা হয়। চলতি বছর বাসন্তী পূজা পড়েছে ৮ এপ্রিল, শুক্রবার। জেনে নিন, ২০২২ সালের বাসন্তী পূজার সঠিক তিথি ও শুভক্ষণ।

Basanti Puja 2022

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

পঞ্চমী তিথি আরম্ভ - ৫ এপ্রিল, মঙ্গলবার। বাংলা মাসের ২১ চৈত্র।

সময় - দুপুর ৩টে ৪৭ মিনিট।

পঞ্চমী তিথি শেষ - ৬ এপ্রিল, বুধবার। বাংলা মাসের ২২ চৈত্র।

সময় - সন্ধ্যা ৬টা ০২ মিনিট।

ষষ্ঠী তিথি আরম্ভ - ৬ এপ্রিল, বুধবার। বাংলা মাসের ২২ চৈত্র।

সময় - সন্ধ্যা ৬টা ০৩ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ - ৭ এপ্রিল, বৃহস্পতিবার। বাংলা মাসের ২৩ চৈত্র।

সময় - রাত ৮টা ৩৩ মিনিট।

সপ্তমী তিথি আরম্ভ - ৭ এপ্রিল, বৃহস্পতিবার। বাংলা মাসের ২৩ চৈত্র।

সময় - রাত ৮টা ৩৪ মিনিট।

সপ্তমী তিথি শেষ - ৮ এপ্রিল, শুক্রবার। বাংলা মাসের ২৪ চৈত্র।

সময় - রাত ১১টা ০৬ মিনিট।

অষ্টমী তিথি আরম্ভ - ৮ এপ্রিল, শুক্রবার। বাংলা মাসের ২৪ চৈত্র।

সময় - রাত ১১টা ০৭ মিনিট।

অষ্টমী তিথি শেষ - ৯ এপ্রিল, শনিবার। বাংলা মাসের ২৫ চৈত্র।

সময় - রাত ১টা ২৪ মিনিট।

রাত ১টায় সন্ধি পূজা আরম্ভ, রাত ১টা ২৪ মিনিটে বলিদান। রাত ১টা ৪৮ মিনিটের মধ্যে সন্ধি পূজা শেষ।

নবমী তিথি আরম্ভ - ৯ এপ্রিল, শনিবার। বাংলা মাসের ২৫ চৈত্র।

সময় - রাত ১টা ২৫ মিনিট।

নবমী তিথি শেষ - ১০ এপ্রিল, রবিবার। বাংলা মাসের ২৬ চৈত্র।

সময় - রাত ৩টে ১৬ মিনিট।

দশমী তিথি আরম্ভ - ১০ এপ্রিল, রবিবার। বাংলা মাসের ২৬ চৈত্র।

সময় - রাত ৩টে ১৭ মিনিট।

দশমী তিথি শেষ - ১১ এপ্রিল, সোমবার। বাংলা মাসের ২৭ চৈত্র।

সময় - রাত ৪টে ৩১ মিনিট।

আরও পড়ুন : বাসন্তী পুজোয় মায়ের আশীর্বাদে ধন-সম্পদ লাভ হবে এই ৪ রাশির, তালিকায় আপনার রাশি আছে কি?

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে

পঞ্চমী তিথি আরম্ভ - ৫ এপ্রিল, মঙ্গলবার। বাংলা মাসের ২১ চৈত্র।

সময় - দুপুর ২টো ৪৭ মিনিট ৩১ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ - ৬ এপ্রিল, বুধবার। বাংলা মাসের ২২ চৈত্র।

সময় - বিকেল ৪টে ৩৫ মিনিট ১০ সেকেন্ড।

ষষ্ঠী তিথি আরম্ভ - ৬ এপ্রিল, বুধবার। বাংলা মাসের ২২ চৈত্র।

সময় - বিকেল ৪টে ৩৫ মিনিট ১১ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ - ৭ এপ্রিল, বৃহস্পতিবার। বাংলা মাসের ২৩ চৈত্র।

সময় - সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট ২৪ সেকেন্ড।

সপ্তমী তিথি আরম্ভ - ৭ এপ্রিল, বৃহস্পতিবার। বাংলা মাসের ২৩ চৈত্র।

সময় - সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট ২৫ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ - ৮ এপ্রিল, শুক্রবার। বাংলা মাসের ২৪ চৈত্র।

সময় - রাত ৮টা ৪১ মিনিট ৩৮ সেকেন্ড।

অষ্টমী তিথি আরম্ভ - ৮ এপ্রিল, শুক্রবার। বাংলা মাসের ২৪ চৈত্র।

সময় - রাত ৮টা ৪১ মিনিট ৩৯ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ - ৯ এপ্রিল, শনিবার। বাংলা মাসের ২৫ চৈত্র।

সময় - রাত ১০টা ৩৮ মিনিট ২৯ সেকেন্ড।

রাত ১০টা ১৪ মিনিট ২৯ সেকেন্ডে সন্ধি পূজা আরম্ভ। রাত ১০টা ৩৮ মিনিট ২৯ সেকেন্ডে বলিদান। রাত্রি ১১টা ০২ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে সন্ধি পূজা শেষ।

নবমী তিথি আরম্ভ - ৯ এপ্রিল, শনিবার। বাংলা মাসের ২৫ চৈত্র।

সময় - ১০টা ৩৮ মিনিট ৩০ সেকেন্ড।

নবমী তিথি শেষ - ১০ এপ্রিল, রবিবার। বাংলা মাসের ২৬ চৈত্র।

সময় - রাত ১২টা ১৯ মিনিট ৪৪ সেকেন্ড।

দশমী তিথি আরম্ভ - ১০ এপ্রিল, রবিবার। বাংলা মাসের ২৬ চৈত্র।

সময় - রাত ১২টা ১৯ মিনিট ৪৫ সেকেন্ড।

দশমী তিথি শেষ - ১১ এপ্রিল, সোমবার। বাংলা মাসের ২৭ চৈত্র।

সময় - রাত ১টা ৩৭ মিনিট ১২ সেকেন্ড।

English summary

Basanti Puja 2022 : Date, Time, Importance and Significance In Bengali

Basanti Puja 2022: Check Basanti Puja Date And Time In India, Importance, Significance.
X
Desktop Bottom Promotion